Site icon ইউরোবাংলা

আপাসেনের উদ্যাগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী উৎসব

যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেনের উদ্যাগে বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী উৎসব। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে অবস্থিত অপর্চুনিটি জোন মিলনায়তনে আয়োজিত এই বর্ণিল উৎসবে আপাসেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা নাচ এবং গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, চিফ অপারেটিং অফিসার মার্ক ফোল্ডস, সংস্থাটির বোর্ড অব ট্রাস্টির চেয়ার মমতা বেগম, অপর্চুনিটি জোনের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এসময় অতিথিগণ শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন। আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, ৪০ বছরের পথচলায় আপাসেনের অর্জন অনেক। আগামী দিনগুলোতে কমিউনিটির সেবায়, কমিউনিটিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Exit mobile version