৫ আষাঢ়, ১৪৩২, ১৯ জুন, ২০২৫, ২২ জিলহজ, ১৪৪৬

বিশিষ্ট সাংবাদিক আফসার উদ্দিন এমবিই ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের স্মরণ সভা ও দোয়ার মাহফিল

বিশিষ্ট  সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন মিঠু এমবিই এবং লেখক ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ১৫ এপ্রিল সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক  স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব ,লেখক নুরুল ইসলাম এমবিই ও কাউন্সিলার আবু তালহা চৌধুরী ।মরহুম সৈয়দ আফসার উদ্দিন এমবিই ও মরহুম জি এম ফুরুখের জীবন ও কর্ম নিয়ে অন্যান্যদের মধ্যে স্মৃতিচারন  বিশিষ্ট সাংবাদিক ও সময় সম্পাদক সাঈদ চৌধুরী ,সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,সাংবাদিক রেজাউল করিম মৃধা ,সাংবাদিক শরীফুল ইসলাম চৌধুরী ,সাংবাদিক ডঃ আজিজুল আম্বিয়া ,সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,সাংবাদিক শিহাবুজ্জামান কামাল ,সাংবাদিক শাহ আলম রাজন প্রমুখ ।
মরহুমদ্বয়ের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন -অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ , এডিনবরা মসজিদের সাবেক ইমাম মাওলানা জিল্লুর রহমান ,টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুছ ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিয়নের আহ্বায়ক হারুনুর রশীদ ও যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকী,দক্ষিণ সুনামগন্জ উন্নয়ন সংস্থার সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ,কমিউনিটি  সংগঠক ও চ্যারিটি ওয়ারকার হাজি ফারুক মিয়া ও হাজি মতিউর রহমান ,বিশিষ্ট সমাজকর্মী ইউসুফ জাকারিয়া খান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন -সৈয়দ আফসার উদ্দিন এমবিই শিক্ষকতা ও সাংবাদিকতার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন ।একজন টিভি সংবাদ পাঠক ও আবৃত্তিকার হিসাবে স্বতন্ত্র বৈশিষ্টের স্বাক্ষর রেখেছেন ।বাংলা ভাষা শিক্ষার আন্দোলন ও সমাজ সেবায় তাঁর অবদান ছিল অপরিসীম ।যুক্তরাজ্যে মহামান্য রানী কর্তৃক তিনি এমবিই খেতাবে ভূষিত হয়েছেন ।তাঁর মৃত্যুতে কমিউনিটির বিরাট ক্ষতি হয়েছে ।
জি এম ফুরুক সম্পর্কে তারা বলেন -তিনি ছিলেন ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধুৎসী একজন লেখক ।অন লাইন টিভিতে তিনি বৃটেনে বাংলাদেশী কমিউনিটির পথ নির্দেশকদের তুলে ধরেছেন ।স্বল্প দৈর্ঘ চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন ।
সভা শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন শায়েখ আব্দুল কাদের সালেহ ।
সভায় শিরনী বিতরন করেন -সোনালী স্বপ্নের সভাপতি মিসেস কামরুন নাহার শোভা মতিন।তিনি মরহুম সৈয়দ আফসার উদ্দিনের স্মৃতি চারন করে বলেন যে -বৃটেন এসে প্রথম এক বছর তিনি তার বাসায় ছিলেন ।একজন সৎ ও কর্মবীর লোক ছিলেন ।
সংবাদ পরিবেশক
কে এম আবুতাহের চৌধুরী
সভাপতি

পড়ুনঃ  তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের আভ্যন্তরীণ টুর্নামেন্ট সম্পন্ন

“ক্লাব ‘৮৫ ইউকে”এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

ইরানের শীর্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা: ইসরায়েলি F-35 ভূপাতিত করা বাভার ৩৭৩ কতটা কার্যকর?

লন্ডনে মুদাব্বির হোসেন মুনিম রচিত গ্রন্থ ‘হৃদয়ে হৃদয়েজিয়াউর রহমানের ছোঁয়া’র মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমানবিক গবেষণা কেন্দ্র ধ্বংশ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি ও ধ্বংস: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

ইসরায়েলের সামরিক হামলা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়াল: পরমাণু বিজ্ঞানীদের হত্যা

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে* ও সমমনা ইসলামী দল সমুহ 

জমিয়তে উলামার ঐতিহাসিক কোরবানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন