বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন মিঠু এমবিই এবং লেখক ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ১৫ এপ্রিল সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব ,লেখক নুরুল ইসলাম এমবিই ও কাউন্সিলার আবু তালহা চৌধুরী ।মরহুম সৈয়দ আফসার উদ্দিন এমবিই ও মরহুম জি এম ফুরুখের জীবন ও কর্ম নিয়ে অন্যান্যদের মধ্যে স্মৃতিচারন বিশিষ্ট সাংবাদিক ও সময় সম্পাদক সাঈদ চৌধুরী ,সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,সাংবাদিক রেজাউল করিম মৃধা ,সাংবাদিক শরীফুল ইসলাম চৌধুরী ,সাংবাদিক ডঃ আজিজুল আম্বিয়া ,সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,সাংবাদিক শিহাবুজ্জামান কামাল ,সাংবাদিক শাহ আলম রাজন প্রমুখ ।
মরহুমদ্বয়ের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন -অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ , এডিনবরা মসজিদের সাবেক ইমাম মাওলানা জিল্লুর রহমান ,টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুছ ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিয়নের আহ্বায়ক হারুনুর রশীদ ও যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকী,দক্ষিণ সুনামগন্জ উন্নয়ন সংস্থার সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ,কমিউনিটি সংগঠক ও চ্যারিটি ওয়ারকার হাজি ফারুক মিয়া ও হাজি মতিউর রহমান ,বিশিষ্ট সমাজকর্মী ইউসুফ জাকারিয়া খান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন -সৈয়দ আফসার উদ্দিন এমবিই শিক্ষকতা ও সাংবাদিকতার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন ।একজন টিভি সংবাদ পাঠক ও আবৃত্তিকার হিসাবে স্বতন্ত্র বৈশিষ্টের স্বাক্ষর রেখেছেন ।বাংলা ভাষা শিক্ষার আন্দোলন ও সমাজ সেবায় তাঁর অবদান ছিল অপরিসীম ।যুক্তরাজ্যে মহামান্য রানী কর্তৃক তিনি এমবিই খেতাবে ভূষিত হয়েছেন ।তাঁর মৃত্যুতে কমিউনিটির বিরাট ক্ষতি হয়েছে ।
জি এম ফুরুক সম্পর্কে তারা বলেন -তিনি ছিলেন ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধুৎসী একজন লেখক ।অন লাইন টিভিতে তিনি বৃটেনে বাংলাদেশী কমিউনিটির পথ নির্দেশকদের তুলে ধরেছেন ।স্বল্প দৈর্ঘ চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন ।
সভা শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন শায়েখ আব্দুল কাদের সালেহ ।
সভায় শিরনী বিতরন করেন -সোনালী স্বপ্নের সভাপতি মিসেস কামরুন নাহার শোভা মতিন।তিনি মরহুম সৈয়দ আফসার উদ্দিনের স্মৃতি চারন করে বলেন যে -বৃটেন এসে প্রথম এক বছর তিনি তার বাসায় ছিলেন ।একজন সৎ ও কর্মবীর লোক ছিলেন ।
সংবাদ পরিবেশক
কে এম আবুতাহের চৌধুরী
সভাপতি