Site icon ইউরোবাংলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড: একে এ মোমিন ও বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ট্রাস্টীবৃন্দের মত বিনিময়।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রাস্ট এর উপদেষ্টা, কমিশনার সৈয়দ আবুল বাশার ও লন্ডনের ডেপুটি মেয়র মিঃ হাওয়ার্ড ডোভার। পরেরদিন লন্ডন মেয়র ইলেকশন থাকা সত্ত্বেও মি: ডোভার উপস্থিত হওয়ার জন্য ট্রাস্টিরা তাকে আন্তরিক ধন্যবাদ জানান। মিঃ হাওয়ার্ড ডোভার বলেন তিনি আবারো ডেপুটি মেয়র পদে নির্বাচিত হলে বাংলাদেশ এ অটিস্টিক স্কুল প্রতিষ্ঠায় এবং ব্রিটেনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর অগ্রযাত্রায় তার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সৈয়দ আবুল বাশার তার বক্তব্যে বিসেট কে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যে যত ধরনের সহযোগিতা দরকার তা করতে এক পায়ে খাড়া আছেন বলে জানান।
সেক্রেটারি জামাল উদ্দিনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আফতার আহমদ, সিরাজ মিয়া, পারভেজ শাহ, মাওলানা মঈনুল হক চৌ:, ইন্জিনিয়য়ার হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল কামাল , আব্দুল গণি, দেলোয়ার হুসেন, শাহাদ উল্যা, আছমা আক্তার, একেএম ইয়াহিয়া, প্রিনসিপাল আশিদ আলী, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, ডঃ সাঈদ মাসুক আহমদ, শফিকুর রহমান, গোলাম কিবরিয়া, প্রমুখ ট্রাস্টী বৃন্দ। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সবার সমাপ্তি হয়।

Exit mobile version