নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মুজিবুর রহমান চৌধুরী শেপু’র বিজয়ে লন্ডনে আনন্দ সভা, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জবাসীর পক্ষে। মঙ্গলবার (২৮ মে) ইস্ট লন্ডনের একটি হলে এই অনুষ্ঠান হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ মুরব্বি নেহার মিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন তুহিন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমদ শাওন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। 
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব , মোহাম্মদ আব্দুল করিম, নজরুল ইসলাম, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম, অছি মিয়া পাঠান, আব্দুল অদুদ দিপক, জশিম উদ্দিন, শামীম আহমেদ, হিফজুর চৌধুরী, মিনহাজ রহমান, শাহ গোলাম মোর্শেদ ও আব্দুল কাহার, ইয়ায়র মিয়া প্রমুখ।

অনুস্টানের সার্বিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, নজরুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে