আগামী ৪ই জুলাই বৃটেনের জাতীয় সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডনের ক্যামডেনের হলবর্ণ ও সেন্ট প্যাংকারস আসন থেকে নির্বাচন করার জন্য ঘোষনা দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ ওয়াইছ ইসলাম । এ লক্ষে তিনি বৃহস্পতিবার স্হানীয় নির্বাচন অফিসে আনুষ্ঠানিক ভাবে নমিনেশন দাখিল করেছেন । নমিনেশন দাখিল শেষে তিনি গণ সংযোগে অংশগ্রহণ করেন। নির্বাচনে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা পরামর্শ কামনা করেন।এসময় ওয়াইছ ইসলামের সাথে ছিলেন সোমালিয়ান কমিউনিটি লিডার মোহাম্মদ ফারাহ, আইরিশ কমিউনিটি লিডার লুকাস সিলবিয়া, হেলেনা, কমিউনিটি নেতা হাফিজ মিয়া, মোহাম্মদ জয়নালসহ প্রমুখ

ওয়াইছ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। লন্ডন গিলহল ইউনিভার্সিটি থেকে অর্থনীতির উপর ব্যাচেলর ডিগ্রী করার পাশাপাশি লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটি থেকে তিনি পাবলিক পলিসির উপর মার্স্টাস সম্পন্ন করেছেন । তিনি হোম অফিসের হাইয়ার এক্সিকিউটিভ অফিসার হিসেবে ল-এনফোর্সমেন্ট এডভাইজার হয়ে কাজ করেন।
২০০৬ সালে ওয়াইছ ইসলাম টাওয়ার হ্যামলেটস বারার হোয়াইটচাপেলে ওয়ার্ড থেকে রেসপক্ট পার্টির হয়েকাউন্সিলার নির্বাচিত হন।

উল্লেখ্য লেবার লিডার স্যার কিয়ার স্টমাসহ আরো অনেক প্রার্থী হলবর্ণ ও সেন্ট প্যাংকারস আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে