বাড়ি কমিউনিটি ঐতিহ্যবাহী ড্যানসন পার্কে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আযহার জামাত

ঐতিহ্যবাহী ড্যানসন পার্কে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আযহার জামাত

55
0

মুসলিম কমিউনিটি বেক্সলির উদ্যোগে কেন্টের ঐতিহ্যবাহী ড্যানসন পার্কে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আযহার জামাত।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই জামাতে বেক্সলিহিথসহ, ডার্টফোর্ড , সিটকাপ, এবং ওয়েলিংয়ে বসবাসরত মুসলিম কমিউনিটি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই জামাতে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও স্বাগত জানান কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুর রহমান, মনোয়ার হোসেন, আসীম সিদ্দিক ও আহমেদ ইব্রাহিম। দ্বিতীয়বারের মতো খোলা মাঠে অনুষ্ঠিয় এই ঈদ জামাতের সাফল্যে তারা আগামীতে আরও বড় পরিসরে ঈদের জামাত আয়োজনের কথা জানান। খোলা মাঠের এই ঈদ জামাতে স্থানীয় এমপি ও বেকসলি কাউন্সিলের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন , এ সময় তারা এ ধরনের আয়োজনে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন ।।।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে