লণ্ডন, ২৪ জুন: পলাশী শঠতা ও প্রহসনের বিয়োগান্তক ইতিহাসের ২৬৭ বছর পর ঐতিহাসিক পলাশী দিবসে “অখন্ড বাংলাদেশ আন্দোলন”(The United Bengal Movement) এর উদ্যোগে ও  “United Bengal News” এর পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইতিহাসে প্রথমবারের মত পালিত হলো পলাশী দিবস, অনুষ্ঠিত হলো  প্রতিবাদ সমাবেশ। 

২৩ জুন, রবিবার, বেলা দুপুর ১টা থেকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে “অখন্ড বাংলাদেশ আন্দোলন”(The United Bengal Movement) এর কর্মী ও সমর্থকেরা জমায়েত হতে শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত সেখানে তাঁরা অবস্থান নেন। প্রবাসী বাঙালি ও বাংলাদেশি মানবাধীকার কর্মীরা এতে যোগ দেন। এসময় প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী জনতা বাংলা ও ইংরেজিতে ‘রবার্ট ক্লাইভ ছিলেন বিশ্বাসঘাতক, সম্পদ লুন্ঠনকারী ও নিপীড়ক।’ ‘সিরিল রেডক্লিফের বাংলা ভাগ আমরা মানি না,  তিনি বাঙালিদের সাথে প্রতারণা করেছেন।’ ‘আমরা নবাবী বাংলা ফেরত চাই। আমরা নবাব সিরাজ-উদ-দৌলা’র বাংলা ফেরত চাই।’ ‘দেশের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত।’ ‘আমরা অবিভক্ত, স্বাধীন ও সার্বভৌম বাংলা চাই, এটা আমাদের ঐতিহাসিক দাবি।’ ‘Have a United Bengal and Smile.’ ‘Together We Can, Together We Will.’ ‘Voices for Change, Hearts for Justice.’ ‘Stand Up, Speak Out,  Change the Bengal.’ ‘Join the Journey, Be the Change.’ ‘Unite for a Brighter Tomorrow.’ ‘Paws and Hearts for a Better & Undivided Bangladesh.’ ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

“অখন্ড বাংলাদেশ আন্দোলন” (The United Bengal Movement) এর আহবায়ক ও “United Bengal News” এর সম্পাদক হাসনাত আরিয়ান খানের নেতৃত্বে অনুষ্ঠিত “PALASHI TO WESTMINSTER” গণসমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেরে বাংলা এ.কে ফজলুল হকের দৌহিত্র শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, কবি আহমেদ ময়েজ, জৈষ্ঠ সাংবাদিক  ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট  বদরুজ্জামান বাবুল, সাংবাদিক হাসান আল জাবেদ ও অ্যাক্টিভিস্ট মাহতাব উদ্দিন।

বাংলা ভাগ ও পলাশী দিবসের ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ বলেন, ‘পলাশী থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে। এক নম্বর হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে সেদিন ওরা জয়ী হয়েছিলো। আজও নানান ষড়যন্ত্র হচ্ছে। আমরা যে আমাদের দু’টা পোর্ট দিলাম ভারতকে, কিসের বিনিময়ে? তারা কত ভাড়া দিবে? রেলপথ যেটা করছে ওরা, ওখান থেকে আমরা কি ভাড়া পাবো? জায়গাটা তো আমাদের? ওখান থেকে আমরা কিছুই পাবো না? যাত্রীদের ভাড়াটাও তো আমাদের পাওয়ার কথা। মংলায় যদি মালামাল নিয়ে ভারতের একটা জাহাজ ভিড়ে, আমাদেরকে ভাড়া দিবে না? ট্রেডের টাকা না দিয়ে, কেমন করে তারা সেটা ওখানে নিয়ে যাবে? ওদের দেশে একটা ভিসার জন্য গেলেও তো তিন মাসের আগে পাওয়া যায় না। সত্যি কথা বলতে গেলে আমরা হচ্ছি ভেড়ার পাল। সাহস বলতে কিছু নাই। আমাদের ‘ইউনাইটেড বেঙ্গল’ এর কাঙ্খিত লক্ষে পৌছতে হলে সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। এখানে আমরা এক মিলিয়ন বাঙালি আছি। শুধু বিলেতের বাঙালিরা না, পৃথিবীতে যত বাঙালি প্রবাসী আছি, আমাদের সবার ত্যাগ স্বীকার করতে হবে। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছবো। আমরা কমিউনাল ডিভিশনে বিশ্বাস করি না। আমাদের কেউ বিভক্ত করে বেশিদিন রাখতে পারবে না। শুধু দুই বাংলাই না, ঐতিহাসিকভাবে বিহার, উড়িষ্যা, আরাকানও বাংলার প্রভিন্স। এটা ঐতিহাসিক সত্য, এটা ঐতিহাসিক বাস্তবতা। কেনো তারা আমাদের বিভক্ত করে রাখবে!’ তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে বাঙালি জাতীয়তাবাদ ও বাংলার স্বাধীনতা নির্ভর করছে ইউনাইটেড বেঙ্গলের উপর, বৃহত্তর বাংলার উপর। এটাই বাস্তবতা। অখন্ড বাংলা নিয়ে আমাদের নিয়মিত প্রোগ্রাম করা উচিত, প্রতিমাসে করা উচিত।’

অনুষ্ঠানের প্রধান অতিথি সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন বলেন, ‘পলাশী দিবস বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিবস। আমরা আজকে দু:খের সঙ্গে এই দিবসটি পালন করছি। পলাশী থেকে ব্রিটেন সুবে বাংলায় দুইশো বছরের ব্রিটিশ শাসনের সূচনা করে। ব্রিটিশ শাসনের দুইশো বছর পর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, তা ছিলো আংশিক। ১৯৭১ সালে আমরা আবারও স্বাধীন হয়েছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা আজও পাইনি। দুইশো বছর শাসনের পর ব্রিটিশরা চলে আসার আগে যে ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট অ্যাক্ট’ করে দিয়ে এসেছে, আমরা সেই অ্যাক্টের ফার্স্ট শিডিউল বাস্তবায়নের জন্য আমরা ব্রিটিশ সরকারের সহযোগিতা চাই। আমরা ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট অ্যাক্ট ১৯৪৭’ এর  ফার্স্ট শিডিউল অনুসারে অবিভক্ত বাংলা চাই। আমরা কমনওয়েলথ ভ্যালুজ অনুসারে স্বাধীনতা এবং মানবাধীকার নিশ্চিত চাই। গণতন্ত্র ও মানবাধিকার কমনওয়েলথের মূল ভিত্তি। আমরা দিল্লীর আধিপত্যবাদের কবলমুক্ত বাংলাদেশ চাই। আধিপত্যবাদের অবসানের লক্ষে ব্রিটিশ পার্লামেন্টে ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আইন ১৯৪৭’ পাশ করেছিলো। কালের বিবর্তনে ভারত তার প্রতিশ্রুতি থেকে ওই অঞ্চলে আধিপত্যবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার শিকার হয়ে নিপীড়নের শিকার হচ্ছে। ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট অ্যাক্ট ১৯৪৭’ এই পার্লামেন্টে পাস হয়েছিলো। নতুন যে পার্লামেন্ট আসবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের জন্য যেমন প্রতিবছর ব্রিটিশ সরকারকে দু:খ প্রকাশ করতে হয়, ক্ষমা চাইতে হয়, ঠিক তেমনিভাবে এই অ্যাক্ট বাস্তবায়ন না করার কারণে সেদিনের সেই সুবা বাংলা আজকে যে সমস্যার মধ্যে পড়েছে সেখান থেকে মুক্তির জন্য ফার্স্ট সিডিউল বাস্তবায়নে তাদের ভূমিকা রাখা দরকার।’ তিনি ভারত সরকারকে চাপ দিতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানান এবং আজকের বাংলাদেশকে দিল্লীর আধিপত্যবাদের কবলমুক্ত করে ইতিহাসের সেই দায় পরিশোধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা কবি আহমেদ ময়েজ বলেন, ‘আমরা অখন্ড বাংলায় বিশ্বাস করি। আমার তিতুমিরের বাংলা, হাজি  শরীয়তের বাংলা, এই বাংলাকে যারা দখল করেছে, আমরা তার অধিকার চাই। আমরা কাউকে দখল করতে চাই না। আমাদেরকে অবশ্যই প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে, কেনো বাংলা খন্ডিত হলো? এর দায় আমাদের। এই দায় মেটানোর জন্যই আমরা আজ দদাঁড়িয়েছি। আমরা অখন্ড বাংলা চাই। বাংলা আছে, পূর্ব এবং পশ্চিম নাম নিয়ে। পশ্চিমদের পূর্ব নাই আবার পশ্চিম হয় কী করে? এটা আমার বুঝে আসে না।  পূর্ণ বাঙালি হতে হলে আপনাকে পূর্ণ বাংলার দাবি জানাতে হবে। না হলে আপনি পূর্ণ বাঙালি হতে পারবেন না। অখন্ড বাংলা নিয়ে আপনি অখন্ড বাঙালি হয়ে থাকবেন। এই মতের সাথে যারা একমত পোষণ করবেন তাঁরাই পূর্ণ বাঙালির মর্যাদা তুলে ধরতে পারবেন। তাঁরাই পূর্ণবহাল করতে পারবেন সেই হারানো গৌরবকে। আজকে এই পলাশীর দিনে আমরা এই দাবিটি তুলে ধরতে চাই সবার কাছে। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বলে কিছু নেই। অখন্ড বাংলাই আমাদের আসল বাংলা। আসুন ফিরিয়ে নেই সেই পুরনো দিনকে।’

জেষ্ঠ সাংবাদিক ও  অ্যাক্টিভিস্ট বদরুজ্জামান বাবুল বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারকে বলতে চাই, আমরা যুক্ত বাংলায় ফিরে যেতে চাই। আমরা আসাম, বিহার, উড়িষ্যাসহ বাংলার সব অংশ ফিরে পেতে চাই। আমরা বাংলাদেশি। পুরো ইংল্যান্ড আমাদের রেভিনিউয়ে গড়ে ওঠেছে। আমাদের দেশের অর্থনীতিতে মন্দা চলছে। আমি ব্রিটিশ সরকারকে অনুরোধ করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদের ইউনাইটেড বেঙ্গল আন্দোলনকে সমর্থন দিন।’

 “অখন্ড বাংলাদেশ আন্দোলন” এর আহবায়ক ও প্রতিবাদ সমাবেশের সভাপতি হাসনাত আরিয়ান খান বলেন, ‘পলাশীর ইতিহাস বাংলার স্বাধীনতা হারানোর ইতিহাস। পলাশীর ইতিহাস আমাদের জাতীয় জীবনে এক ন্যক্কারজনক, হৃদয়বিদারক ঘটনার ইতিহাস। পলাশীর ইতিহাস চক্রান্তকারীদের যোগসাজশে দেশের স্বাধীনতা বেনিয়াদের হাতে তুলে দেবার ইতিহাস। পলাশীর ইতিহাস বাংলাকে টুকরো করার ইতিহাস। পলাশীর ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস। পলাশীর ইতিহাস বাঙালির অপমানের ইতিহাস। পলাশী ট্রাজেডীর পর থেকে এখনো আমরা বাঙালিরা বিদেশীদের কৃপা ও অনুগ্রহের পাত্র রয়ে গেছি। ব্যবসায়-বাণিজ্যে তাদের পদানত থেকে গেছি। যে সম্পদ তারা বাংলা থেকে লুট করে নিজ দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছে আমরা সে সম্পদের অংশীদার না হয়ে যোগানদাতা রয়ে গেছি। আমাদের বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা তাদের কাছে হাত পাতছি। রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে সুদুর প্রসারী সাম্রাজ্যে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আজও আমরা সে সাম্রাজ্যের পদতলে পিষ্ট হচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ, মেঘালয়,আসাম, ত্রিপুরা, আরাকান, আন্দামান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুনাচল, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ও ছত্তিশগড়কে নিয়ে অখন্ড বাংলাদেশের ডাক দিয়েছি, আমরা United Bengal Movement করছি। আমরা আমাদের নবাবী বাংলা ফেরত চাইছি। আমরা শামসুদ্দিন ইলিয়াস শাহ’র বাংলা ফেরত চাইছি। আমরা সিরাজ-উদ-দৌলা’র বাংলা ফেরত চাইছি। এটা আমাদের ঐতিহাসিক দাবি। আমাদের সঙ্গে আসুন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোক বলছি, আপনারা আপনাদের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যে পরিবর্তন করুন। আপনারা আপনাদের রাজনৈতিক মিশন ও ভিশন পরিবর্তন করুন। আমাদের সঙ্গে আসুন। ভারতকে দখলে রাখা বাংলার অংশগুলোকে ছেড়ে দিতে বলুন। এর পেছনে ইংরেজদের দায় আছে। তাদের সে ঐতিহাসিক দায় মোচন করতে বলুন। আমরা পলাশী থেকে আজ ওয়েস্টমিনস্টার এই দাবি নিয়ে এসেছি। আমরা অখন্ড বাংলা দাবি করছি। আমরা অখন্ড বাংলাদেশ দাবি করছি। আপনারা ভয় পাবেন না। দেশের জন্য জীবন দিতে আমরা ভয় পাই না। আমরা এ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলবো। আমরা জাতিসংঘে আমাদের এ ন্যায্য দাবি তুলে ধরবো। আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের এ দাবি তুলে ধরবো। যতদিন আমাদের দাবি পুরণ না হবে, ততদিন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাবো। বাংলা ও বাঙালির হারানো গৌরব আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।’

সাংবাদিক হাসান আল জাবেদ বলেন, ‘এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তখন মীর জাফর ও ঘসেটি বেগমদের ষড়যন্ত্রে আমরা বাংলা হারিয়েছি। এখন ঘসেটি বেগমের কারণে আমরা ক্ষুদ্র বাংলাদেশটাও হারাতে বসেছি। তখন তারা দেশটাকে বিট্রিশের লুটেরা ভূখন্ডে পরিণত করেছে। এখন এরা ভারতের লুটেরা ভূখন্ডে পরিণত করেছে। আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কোন কিছু নাই। তখনকার ব্রিটিশ আর এখনকার ব্রিটিশদের মধ্যে রাত-দিন পার্থক্য। এখন এরা সভ্য জাতি-মানবাধীকার, গণতন্ত্র সবকিছু সমুন্নত রাখতে সচেষ্ট। আমরা আশা করবো, ব্রিটিশরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অখন্ড বাংলাদেশ প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। ব্রিটিশরা আমাদের সহযোগিতা করলে আমরা সেই বাংলা আবার ফিরে পাবো।’

অ্যাক্টিভিস্ট মাহতাব উদ্দিন বলেন, ‘পলাশীর যে ঘটনা সেটা আমরা সবাই জানি। এই ঘটনা আমি রিপিট করতে চাচ্ছি না। আজকে বাংলা বলতে আমরা শুধু বাংলাদেশ বুঝি। আসলে বাংলা বলতে শুধু বাংলাদেশ না। বাংলা বলতে বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ এদিকে আরাকান। এখানকার বাংলা ভাষাভাষী যে জনগণ, তাদের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন, বৃহত্তর বাংলার মানুষ আমরা যেনো একইভাষায় একইসুরে কথা বলতে পারি সেই রিইউনিফিকেশন আমরা চাচ্ছি। সেজন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমরা ভয়েস রেইজ করছি। বাংলা ভাষাভাষী জনগণকে আমরা একই ছাতার নিচে চাচ্ছি।’

 

অনুষ্ঠানের সঞ্চালক নৌশিন মোস্তারী মিয়া বলেন, ‘আজকে ২৩শে জুন পলাশী দিবস উপলক্ষে আমরা এখানে জড়ো হয়েছি। এই দিবসটা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের ভূখন্ড বাংলা, আসাম, ত্রিপুরা, আরাকানসহ যে ভূখন্ড রয়েছে এটা আমাদের বাংলাদেশেরই অংশ। আমরা চাই আমাদের ভূখন্ডকে ফিরে পেতে। এমনকি আমাদের উপরে ভারতীয় যে দখলদারিত্ব রয়েছে এটা যাতে বন্ধ হয়। বর্ডার কিলিং যেনো বন্ধ হয়। আমরা পলাশী দিবসে মানুষকে উজ্জীবিত করতে এবং ভারতীয় আধিপত্য বন্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।’

“পলাশী টু ওয়েস্টমিনস্টার” গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাক্টিভিস্ট মো: মনিরুজ্জামান, অ্যাক্টিভিস্ট নজরুল ইসলাম খোকন ও অ্যাক্টিভিস্ট মাহবুবুর রহমান শামীম।

এসময় সাংবাদিক খালেদ মাসুদ রনি, মানবাধীকার কর্মী আশরাফুল আলম, তাহমিনা আক্তার, সাংবাদিক মাহমুদুল হৃদয়, মানবাধীকার কর্মী উমর ফারুক, গোলাম রব্বানী, ডালিয়া লাকুরিয়া ও জেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে