বাড়ি Uncategorised যুক্তরাজ্যে গোলাপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান।

যুক্তরাজ্যে গোলাপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান।

44
0

যুক্তরাজ্যে সফররত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম এর সাথে গোলাপগঞ্জবাসীর এক মতবিনিময় সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় । গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেন। সাধারণ সম্পাদক মাসুদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা শওকত আলী।
বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়নের সমস্যা ও সমাধান কল্পে বক্তব্য তুলে ধরেন। বিশেষকরে শিক্ষা, কৃষি, অবহেলিত এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং অতি বৃষ্টির কারণে ঢাকাদক্ষিন বাজারকে প্লাবন থেকে রক্ষার জন্য কাকেশ্বর নদী দখলদার মুক্ত করে খনন করার অনুরোধ করা হয়। প্রবাসীদের মতামতকে গুরুত্ব দিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এলিম চৌধুরী সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আমি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে জনপ্রতিনিধি হওয়ার আশা ব্যক্ত করেছিলাম এবং গোলাপগঞ্জের মানুষ আমার প্রতি বিশ্বাস রেখেছেন। অনেক সীমাবদ্ধ থাকার পরও গোলাপগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে পরিণত করতে আমি আগামী পাঁচ বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করবো। অবহেলিত এলাকাকে অগ্রাধিকার দিয়ে আমি শতভাগ সততা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে যাবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Harrow Council এর মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সংগঠনের উপদেষ্টা লোকমান উদ্দিন, আবু তাহের, সেলিম আহমেদ খান, দেওয়ান নজরুল ইসলাম, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারি নাছির, কাদির হোসেন বাবুল, শাফি মোঃ আব্দুর রউফ, আমিনুল হক জিলু, সাবেক উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার আলতাফ হোসেন বাইছ, নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর ফারুক মাহফুজ, সাবেক স্পিকার রাজীব আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি ইসবাহ উদ্দিন,সহ সভাপতি হেলাল উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, গ্রেটার সিলেট এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি
মুহিব ঊদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সহ সভাপতি জবরুল ইসলাম লনী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ টিটু, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, সহকোষাধক্ষ্য কামরুজ্জামান চাকলাদার, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, আব্দুল আজিজ ফারুক, রহিম উদ্দিন,
সালাহ উদ্দিন, রফি চৌধুরী শিবা,গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি ও
ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, সাবেক সভাপতি আফরোজ মিয়া শাহিন, ইসি সদস্য আব্দুল আহাদ কয়েছ, মোহাম্মদ আব্দুস শুকুর, আব্দুন নূর, মকছুছ আহমেদ জোয়ারদার, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন, মেম্বারশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ, বুধবারীবাজার ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি মোহাম্মদ গুলজার আহমেদ,
সাবেক জাতীয় ফুটবলার সাহেদ চৌধুরী, লুৎফুর রহমান, সাবেক কাউন্সিলর তারেক খান, শাহ সোহেল আমিন, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ ফায়জুল ইসলাম , হোয়াইটচ্যাপল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি সুয়েজ মিয়া, সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক মিসবাহ মাছুম
প্রমুখ।
সভায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব মঞ্জুর কাদির শাফি এলিম,
,Harrow কাউন্সিলের সম্মানিত মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী , টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ও যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে