Site icon ইউরোবাংলা

জেরুসালেম ভাগ নিয়ে ওলমার্টের সাথে আরাফাতের ভাতিজার চুক্তি

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাইয়ের ছেলে নাসের আল-কুদওয়া সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা। চুক্তিটি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের সফল প্রয়োগের মাধ্যমে শান্তি স্থাপনকে লক্ষ্য করে করা হয়েছে। এন১২ শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।

২০০৮ সালে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে ওলমার্ট যে সমাধান প্রস্তাব করেছিলেন, বর্তমান চুক্তিটি তারই ভিত্তিতে করা হয়েছে। এই সমঝোতার আলোকে, পশ্চিম তীরে ইসরাইলের দখল করা এলাকা থেকে ৪.৪ শতাংশ ভূমির বিনিময়ে ফিলিস্তিনিদের কিছু অঞ্চল দেয়া হবে। বিনিময়ের এই প্রস্তাবনায় গাজা ও পশ্চিম তীরের মধ্যে একটি করিডোর সংযোগ অন্তর্ভুক্ত থাকবে।

চুক্তিতে ইসরাইলি সামরিক বাহিনী এবং কমিশনারদের কাউন্সেলের প্রতিষ্ঠিত ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করে একটি অস্থায়ী আরব নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়েও সম্মতি হয়েছে। এই বাহিনী ইসরাইলে গাজা থেকে হামলা প্রতিরোধে কাজ করবে এবং জর্ডান নদী বরাবর অভ্যন্তরীণ বাহিনী মোতায়েনের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

চুক্তিতে জেরুসালেমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পশ্চিম জেরুসালেম এবং ১৯৬৭ সালের পর নির্মিত ইহুদি এলাকাগুলো ইসরাইলের অধীনে থাকবে। অন্যদিকে, পূর্ব জেরুসালেমের ১৯৬৭ সালের পূর্বের আরব এলাকাগুলো ফিলিস্তিনের অধীনে থাকবে। এছাড়া, ওল্ড জেরুসালেম একটি আন্তর্জাতিক ট্রাস্টিশিপের অধীনে পরিচালিত হবে, যেখানে ইসরাইল, ফিলিস্তিন এবং আরও তিনটি রাষ্ট্রের ভূমিকা থাকবে।

এতে আরও বলা হয়েছে যে, পবিত্র এলাকাগুলোর ওপর কোনো দেশের বিশেষ সার্বভৌমত্ব থাকবে না এবং ইহুদি, মুসলিম ও খ্রিস্টানরা তাদের নিজ নিজ পবিত্র এলাকাগুলোতে অবাধে চলাচল করতে পারবে।

এই সমঝোতা অনুযায়ী, চূড়ান্ত চুক্তি প্রস্তুতির জন্য আরও আলোচনা এবং ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে এটিকে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version