বাড়ি বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে সাত ইসলামি দলের দাবি উপস্থাপন

প্রধান উপদেষ্টার কাছে সাত ইসলামি দলের দাবি উপস্থাপন

22
0

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় তিন সপ্তাহ পর ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক বৈঠকে সাতটি ইসলামি দল বেশ কিছু সংস্কার প্রস্তাব উপস্থাপন করে, যার মধ্যে অন্যতম দাবি হলো—দুই বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হন।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানানো হয়েছে। এছাড়া সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার এবং ইসলামবিরোধী কোনো আইন না করারও দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “দুই বারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হন, এ দাবিও জানিয়েছি।”

মামুনুল হক আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সব হত্যাকাণ্ডের বিচার প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে এবং কালবিলম্ব না করে দ্রুত বিচার করতে হবে। এছাড়া হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করারও দাবি জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা থেকে আসন্ন নির্বাচনের ব্যাপারে সহযোগিতার আহ্বানের বিষয়ে মামুনুল হক বলেন, “আমরা সহযোগিতার বিষয়ে সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে যেন নির্বাচন দেওয়া হয় এবং কালবিলম্ব না করা হয়, সে দাবিও জানিয়েছি। তবে, প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আমাদের পক্ষ থেকে।”

বিকেল ৩টায় শুরু হওয়া এ মতবিনিময় সভায় অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলামের প্রতিনিধিদল। বৈঠকটি রাত ৮টা পর্যন্ত বিভিন্ন দল ও জোটের সঙ্গে চলতে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে