Site icon ইউরোবাংলা

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার থেকে এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হবে। এছাড়া, পুলিশের মধ্যে গ্রহণযোগ্য সংস্কার করা হবে যাতে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়।

এর আগে, শনিবার (৩১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, সারা দেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত হয়েছে ৩,৮৭২টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২,৮৬,২১৬ রাউন্ড গুলি, ২২,২০১টি টিয়ার শেল এবং ২,১৩৯টি সাউন্ড গ্রেনেড।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যাদের কাছে এই ধরনের অস্ত্র এবং গোলাবারুদ আছে, তাদেরকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। এর ফলে অনেক থানায় ও ফাঁড়িতে থাকা অস্ত্র এবং গোলাবারুদ লুট করা হয়। এখন পর্যন্ত ৩,৮৭২টি লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

Exit mobile version