বাড়ি মতামত ” ভুলপথে চলেছেন এখনো (২) : কাঙ্খিত রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনৈতিক দল...

” ভুলপথে চলেছেন এখনো (২) : কাঙ্খিত রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রস্তুতি ”

24
0


— সিরাজুল ইসলাম শাহীন।

অগাস্ট বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে কাঙ্খিত রাষ্ট্রীয় সংস্কার একটি অলঙ্গনীয় অঙ্গীকার। আপাতত এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও দেশের রাজনৈতিক নেতৃত্ব ও দল সমূহ মূল কার্যকর শক্তি। শুধুমাত্র কাগজে বক্তব্যে নয়, মননে বাস্তবে নিজেদের পরিবর্তনে প্রস্তুত করা অপরিহার্য । গতানুগতিক লোকদেখানো পদক্ষেপ নয়, লুটপাট ভোগের পরিবর্তে জনকল্যানের রাজনীতিতে আন্তরিকতার সাথে অভ্যস্থ হওয়া জরুরী। নচেৎ সরষে দিয়ে ভূত তাড়াতে গিয়ে সরষের মধ্যে ভূত থাকার বিড়ম্বনায় সর্বস্ব খোয়াতে হবে।

সম্প্রতি জামায়াতের উপর ক্ষোভ ঝাড়তে গিয়ে বিএনপি মহাসচিব খেই হারিয়ে ফেলেছেন। কোথাকার কি বলে তাচ্ছিল্য করেছেন। দুঃখজনকভাবে স্বাধীনতার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। তথাকথিত মৌলবাদ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। একদিন পর দুদু সাহেব কয়েক চামচ বাড়িয়ে তার চিরায়ত বক্তব্যের ছিরি বয়ান করেছেন। পতিত স্বৈরাচারের ভাষার সাথে একটুও বেমিল নেই। এগুলো নতুন নয়। সাগর ভাইয়ের টকশোতে সাংবাদিক অলি উল্লাহ নোমানের সাথে মির্জা সাহেবের অমার্জিত আচরণ রেকর্ড হয়ে আছে। প্রেসক্লাব মিলনায়তনে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহকারী সেক্রেটারি সাইফুর রহমানের প্রতি সিনিয়র নেতা ডঃ মোশাররফ সাহেব এবং এই দুদু সাহেবের অশালীন ব্যবহার কলঙ্কের তিলক হয়ে আছে। সামান্য ‘সরি’ বলার মত সৌজন্যতা তারা দেখাতে পারেননি। জাতী বিভক্তীকরণের জন্য ব্যবহৃত ফ্যাসিবাদী পয়জনে আক্রান্ত এসব ভাইরাল রুগীদের সুস্থতা দরকার সর্বাগ্রে।

সমালোচনা সহ্য করার অভ্যাস করতে হবে। তথ্যগত ভুল থাকলে পরিষ্কার বলা যায় । উপাত্ত সহ বিতর্ক হতে পারে। কিন্তু মেজাজ হারানোর কিছু নেই। রাজনীতিতে দক্ষতা ও নীতি দিয়ে এগিয়ে যেতে হবে। অন্যজনের সাফল্যে হিংসার দহনে না জ্বলে আয়নায় নিজেকে দেখা দরকার বারবার । ইতিবাচক পরিবর্তন করে নবউদ্যমে দেশ গড়ার লড়াইয়ে ঝাপিয়ে পড়তে হবে। অন্যথায় ফাউল হবে। আর ফাউল গোলের পরিণতি খুনি হাসিনা ও তার দলের পরিনাম থেকে স্পষ্ট হয়ে আছে।

হাজারো সোনামনিদের জীবন ও আবালবৃদ্ববনিতার অনন্য ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় দেশবাসী আপোষহীন। নতুন স্বাধীনতায় নতুন দেশ। বদলে গেছে দেশ, বদলে গেছে মানুষ। বদলে যাওয়া দেশবাসীর মনের ভাষা রাজনীতিবিদদের ধারণ করতে হবে। পরিবর্তন করতে হবে নিজেদের। পারস্পরিক সম্মান ভালবাসা আর উদারতা নিয়ে শতভাগ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। হিংসা বিদ্বেষ বিভক্তি সন্ত্রাস এবং দুর্নীতি লুটপাটের কোন স্থান এখানে নেই। কাঙ্খিত রাষ্ট্রীয় সংস্কারের জন্য তাই রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রস্তুতিটা সম্পন্ন করে নিতে হবে এখনই।

sirajulislamshaheen@yahoo.com;

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে