বাড়ি বাংলাদেশ হাসিনার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সমাবেশ

হাসিনার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সমাবেশ

17
0

ঢাকা (রয়টার্স) – বৃহস্পতিবার, শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী সমাবেশ করে। এই সমাবেশের পেছনে ছিল প্রাণঘাতী আন্দোলনের প্রেক্ষাপট।

“শহীদদের জন্য মিছিল” নামে এই সমাবেশে শিক্ষার্থী, শ্রমিক এবং আন্দোলনে নিহতদের পরিবার অংশ নেয়। তারা জাতীয় পতাকা বহন করে এবং “শহীদদের রক্ত আমাদের শক্তি” স্লোগান দেয়। জুলাই মাসে সরকারি চাকরির কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই হাসিনার সরকারের বিরুদ্ধে জাতীয় পর্যায়ের বিদ্রোহে পরিণত হয়।

এই অস্থিরতায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়, যার ফলে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারত পালিয়ে যান, ঠিক তার সরকারি বাসভবন জনতার হাতে আক্রান্ত হওয়ার আগে। তার দেশত্যাগের পরও কয়েক দিন ধরে সংঘর্ষ চলতে থাকে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার মূল কাজ হলো দেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সহিংসতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সংস্কার বাস্তবায়ন এবং নতুন সংসদীয় নির্বাচন আয়োজন করা।

আন্দোলনে নিহত একজনের বাবা আমির আলী বলেন, “আমার ছেলের নাম কখনও শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আজ আমি এখানে এসেছি তার স্মৃতি ও তার মৃত্যুর মাধ্যমে অর্জিত বিজয়ের সম্মান জানাতে।” তিনি আরও বলেন, “তারা আমাদের এখানে আসতে বলেছে শহীদদের স্মরণ করতে।”

প্রধান আন্দোলন সংগঠকদের একজন এবং বর্তমানে ইউনূসের মন্ত্রিসভার সদস্য ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম বলেন, “তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের জন্য বেঁচে আছি। বাকস্বাধীনতা ফিরে এসেছে।”

বৃহস্পতিবার, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করেন, যাকে কেন্দ্র করে প্রশাসনে ব্যাপক রদবদল হয়। এই পরিবর্তনের ফলে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পুলিশ প্রধানসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা পদচ্যুত হন, যারা শিক্ষার্থীদের আন্দোলন দমনে ভূমিকা রেখেছিলেন।

গত শুক্রবার, জাতিসংঘ মানবাধিকার দপ্তর ঘোষণা করে যে, সাম্প্রতিক প্রাণঘাতী সহিংসতার সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে অনুরোধে একটি তথ্য-উদ্ধার মিশন পাঠাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে