লন্ডনে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ২০২০ সালে তাঁর ক্যানসার ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, গতকাল শনিবার বাংলাদেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, আবদুর রাজ্জাক এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন। আজ রোববার লন্ডনের স্থানীয় সময় বেলা ১টায় হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর ও এবি পার্টির যুগ্ম মহাসচিব গোলাম আজম তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানান, ব্যারিস্টার রাজ্জাক বর্তমানে ভালো নেই। আইসিইউতে থাকার পর তাঁকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনি কিছু খাবার গ্রহণ করেছেন, তবে ওজন কমে বর্তমানে ৫৩ কেজিতে নেমে এসেছে। চিকিৎসকরা তাঁকে কথা বলতে নিষেধ করেছেন।

ব্যারিস্টার আবদুর রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেছিলেন। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন এবং এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আসেন এবং এরপর থেকে তিনি দেশে ফিরে যাননি। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যাদের মধ্যে দুই ছেলেই ব্যারিস্টার। তিনি পূর্ব লন্ডনে স্ত্রীসহ বসবাস করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে