বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে জনগণের ওপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি ষড়যন্ত্রকারী মহল অপপ্রচার চালাচ্ছে যে, জামায়াত নারীদের স্বাধীনতা হরণ করবে, বোরকা পরতে বাধ্য করবে এবং ঘরের বাইরে যেতে দেবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইসলামে কারো ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ার কোনো বিধান নেই। ইসলামের মাধ্যমে পাওয়া স্বাধীনতা অন্য কোথাও নেই।

তিনি বলেন, যারা সত্য ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে, তারা সম্পদের লোভ ছেড়ে আল্লাহর পথে লড়াই করে, তারা কখনো জোর করে কিছু চাপিয়ে দেয় না।

১৬ সেপ্টেম্বর সকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে, তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর বিধান কায়েমের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর জনগণ তাদের দিকে ধাবিত হচ্ছে। তবে এতে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু জনগণই সেই ষড়যন্ত্র রুখে দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, যেমন মাওলানা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে