সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- কর্তৃক আয়োজিত লন্ডনে দ্বাদশ বাংলাদেশ বইমেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয় পূর্ব লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নে (১৪ ও ১৫ সেপ্টেম্বর) । দুই দিনব্যাপী এই বই মেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্ভোধন করেন (১৪ সেপ্টেম্বর) কবি শামিম আজাদ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও অন্যান্য অতিথিরা। প্রথম দিনে আনুষ্ঠানিক উদ্ভোধনের পর সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভাপতি কবি, লেখক ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কে এম আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী, উর্মি মাজহার প্রমুখ।

প্রথম পর্বে সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুল। এরপর বৃটেনের জনপ্রিয় টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের পরিচালনায়
আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক প্রদান করা হয়। বিলেতে বাংলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে নিরবচ্ছিন্ন কাজ ও সাংগঠনিক দক্ষতাসহ সার্বিক কাজের স্বীকৃতি হিসেবে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য (সাহিত্য) পদক-২০২৪ প্রদান করা হয় কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি কে। তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক, নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

বইমেলার প্রথমদিনে চলে একক ও সম্মিলিত সংগীতানুষ্ঠান, কবিদের কন্ঠে কবিতা আবৃত্তি। ঢাকা ও লন্ডন থেকে এই বইমেলায় কয়েকটি প্রকাশনা সংস্থা স্টল দিয়েছেন।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভাপতি কবি, লেখক ময়নূর রহমান বাবুল বলেন, বাংলাদেশের অমর একুশের বই মেলার পরে লন্ডনের এই বই মেলা আমার জানামতে দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসাবে পরিচিত। এই বইমেলাকে কেন্দ্র করে প্রতিবছর ১৫/২০ টা বই এবং ২/৩টা সংকলন, লিটলম্যাগ প্রকাশিত হচ্ছে এখন। বিশেষ করে প্রবাসী লেখক কবি সাহিত্যিকদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরী হয়েছে। আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই ক্ষেত্রটা যে কোন মূল্যে ধরে রাখতে চাই। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রবাসে আমাদের আত্মপরিচয় এর সংযোগ স্থাপনের এক বড় মাধ্যম। এর মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে হবে।। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে এই বই মেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে যেন একটি আন্ত:সংযোগ সম্পর্ক স্থাপিত হয়। প্রবাসে আমাদের জন্য অক্সিজেন হিসাবে কাজ করে এই আয়োজন।

শনি ও রবিবার দুইদিন ব্যাপী এই আয়োজনে প্রতিদিনই বই মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুস্টিত হয়। অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিনিত্বমূলক অংশগ্রহণ ছিল। সেক্রেটারি তাইসির মাহমুদ, নবাব উদ্দিন, নজরুল ইসলাম বাসন, বুলবুল হাসান, রহমত আলী, আব্দুস সাত্তার, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কামাল মেহেদী, জাকির হোসেন কয়েস, আনোয়ারুল ইসলাম অভি, ফয়সল মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে