বাড়ি বাংলাদেশ ঢাবি ও জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় এইচআরএসএস এর নিন্দা ও বিচারদাবী

ঢাবি ও জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় এইচআরএসএস এর নিন্দা ও বিচারদাবী

18
0

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারদাবী জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ঢাবিতে তোফাজ্জল নামের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়, এবং জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে প্রক্টরিয়াল বডির হাতে সোপর্দ করার পর মৃত্যুবরণ করেন।

এইচআরএসএস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, এ ধরনের হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন এবং একটি জাতির বিবেক ও নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ। তারা আরো উল্লেখ করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, অপরাধীদের অবশ্যই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এইচআরএসএস দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে