গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র এক যুগ পূর্তি উপলক্ষে আগামী নভেম্বর মাসে যুগ পূর্তি উৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও যুগ পূর্তি অনুষ্ঠান একসাথে পালন করা হবে ‌।

গত ২৫শে সেপ্টেম্বর রোজ বুধবার পূর্ব লন্ডনের গ্রান্ড রসুই রেস্টুরেন্টে অনুষ্ঠিত কার্যকরী কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সংগঠনের সভাপতি এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমেদের পরিচালনায় পবিত্র কোরানুল কারীম থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক মহিবুল হক । ব্রিটেনের মাটিতে সংগঠনের নামে দ্বিতীয় ঘর ক্রয় করার লক্ষ্যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয় । আগামী নির্বাচনে আইডি কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী কমিটি । সভায় বক্তারা বলেন সংগঠন প্রতিষ্ঠার সময় ১০০ পাউন্ড সদস্য ফি রাখা হয়েছিল কিন্তু এখন সদস্য ফি ২০০ পাউন্ডে বৃদ্ধি করার জন্য এক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ফেরদৌস আলম , সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন , সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য সাব্বির আহমেদ শাহেদ, সাবেক সহসভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোরশেদ আলম চৌধুরী রাহি, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, সদস্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, ফান্ড রাইজিং সম্পাদক কিবরিয়া ইসলাম, শিক্ষা সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, নির্বাহী সদস্য সোহেল আহমেদ, নির্বাহী সদস্য হোসেন আলি তাজ, নির্বাহী সদস্য আমির হোসেন, নির্বাহী সদস্য জসীম উদ্দীন রসুম, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন, নির্বাহী সদস্য জিএম অপু শাহরিয়ার, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, নির্বাহী সদস্য জাকির হোসেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে