Site icon ইউরোবাংলা

প্যারিসে দু’দিনব্যাপী জলালাবাদ উৎসব সফলে প্রস্তুতি সভা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রবিবার ২৯ সেপ্টেম্বর প্যারিস এর মাক্স দখমী হল রুমে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস ২০২৪ অনুস্টিত হবে। উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ ফ্রান্স এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্যারিসের কেতসিমার শাহজালাল সুইট এন্ড সুইটসে সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর পরিচালনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ আগমনে স্বাগত জানাতে ও অনুষ্ঠান সুন্দর ও সফলতার লক্ষ্যে পরিচালনা কমিটি সহ বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

ইতিপূর্বে কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল সহ ইউকে, আমেরিকা ,ও বাংলাদেশে সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ প্যারিসে পৌঁছেছেন

এছাড়াও অতিথি হিসেবে থাকবেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা, প্রফেসর ডঃ সুফিয়া রহমান, ( অবসরপ্রাপ্ত ) মেজর জেনেরেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এন ,টিভি ইউরো‌প এর পরিচালক ( সিও ) সাবরিনা হোসাইন,”চ্যানেল এস” চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জিপি, টাওয়ার হ্যামলেটেস এর স্পিকার ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদসহ বিশিষ্ট নেতৃবৃন্দ।

Exit mobile version