বাড়ি বাংলাদেশ প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

21
0

ঢাকা ৫ অক্টোবরঃ আজ বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ও বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বৈঠকের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন।


ডা. শফিকুর রহমান জানান, “বিগত সাড়ে ১৫ বছরের দুঃশাসন ও অপশাসনের পর ৫ আগস্টে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে দেশের জনগণ স্বাগত জানিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের, বিশেষ করে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য সরকারকে সুচিকিৎসা নিশ্চিত করতে বলেছি।”


ডা. শফিকুর আরও উল্লেখ করেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বিভিন্ন সময় তারা পরিস্থিতির চাপে পড়ে সত্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর অনেক জুলুম হয়েছে, কিন্তু আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা জাতির কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও দাবি করেন, যাঁরা খুন, লুটপাট ও টাকার পাচার করেছেন, তাঁদের সুষ্ঠু বিচার হওয়া উচিত। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা কারোর ওপর জুলুম চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে সবাইকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।”


বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয়ভাবে কাজ করবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। ডা. শফিকুর বলেন, “আমরা আশা করি, তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।” এছাড়া, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনগণের অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় সুন্দরভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।


বৈঠকে জামায়াতে ইসলামীর আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আ.ন.ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।রি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে