সিলেটের তারুণ্য দীপ্ত ও তুখোড় সাংবাদিক, চ্যানেল এস-এর সিলেট চীফ, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি ভয়েস অব সিলেটের পরিচালক মইনুদ্দিন মঞ্জু’র সাথে মতবিনিময় সভার আয়োজন করে সিলেট সিটি ক্লাব,ইউকে। (২সেপ্টেম্বর) বধুবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে সিলেট সিটি ক্লাব, ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু ও শহীদুল ইসলাম মামুনের যৌথ পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবদুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রহমত আলী, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট সিটি ক্লাবের পক্ষে, সাবুল শামসুজ্জামান, জিয়ার আহমদ, জাকির হোসেন, আশরাফগাজী, সৈয়দ জাবেদ ইকবাল, সালেহ গজনবী, ইয়ামিনুর রহমান রুবেল, সালাউদ্দিন মামুন, জিয়াউল ইসলাম জিয়া,আবুল হোসেন ও সামুন আহমদ।

বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই সিলেট এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেক্ষেত্রে মইনুদ্দিন মঞ্জু’র উল্লেখযোগ্য অবদান আছে। সিলেটের যেকোনো সংকটে ও  জনদুর্ভোগে তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের সুখে দুঃখে ও জনসাধারণের  স্বার্থে কাজ করে যাচ্ছেন। তিনি সিলেট শহরের সাংবাদিকতা করলেও পুরো ইউকেজুড়ে কমিউনিটিতে পরিচিত। মূলত সিলেট থেকে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দের সফর বা প্রজেক্ট নিয়ে স্টোরিগুলো মিডিয়াতে তুলে ধরেই তার এই পরিচিতি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সেলিম হোসেইন, সাদিক হোসেন, রিজভী রহমান বাপ্পী, সাবের চৌধুরী মহসিন, সুজাত আহমদ, মিজানুর রহমান মিজান, রুনু মিয়া, নাছিম আহমদ চৌধুরী,আহমদ সাদিক, মহান চৌধুরী, আমির খসরূ, আজমল হোসেন, সৈয়দ সুহেল আহমদ, জালাল মিনটু, মিকদাদ খাঁন, এনাম আহমদ ,জাহাঈীর হোসেন, জয়নাল জাকির, সুফি সুহেল আহমদ, মুনিম আহমদ, কিরণ চৌধুরী, ইস্তাব উদ্দিন আহমদ, কামরান আহমদ ও আদনান চৌধুরী ও সাজাদ আহমদ প্রমূখ । অনুষ্ঠানে যুক্তরাজ্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন ও সাংবাদিকবৃনদ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে