বাড়ি বাংলাদেশ ‘আমার দেশ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন পেলেন মাহমুদুর রহমান

‘আমার দেশ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন পেলেন মাহমুদুর রহমান

13
0

দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪) মাহমুদুর রহমান ‘আমার দেশ’ পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক হিসেবে আনুষ্ঠানিক ডিক্লারেশন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই ডিক্লারেশন প্রদান করা হয়েছে।

গত দেড় মাস ধরে ফ্যাসিবাদী শাসনের নিয়োজিত এসবি প্রধান শাহ আলম নানা অজুহাতে ডিক্লারেশন প্রদানে বিলম্ব করছিলেন। তার দাবি ছিল যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা ও সাজার রায় থাকার কারণে তিনি ‘ক্রিমিনাল’ তালিকায় রয়েছেন। এ কারণে তিনি ডিক্লারেশন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে ভিন্ন নির্দেশনা ছিল। অবশেষে, সকল বাধা অতিক্রম করে মাহমুদুর রহমান তার ন্যায্য স্বীকৃতি লাভ করেছেন। এর আগে তিনি প্রেসের মুদ্রাকর হিসেবে অনুমতি পেয়েছিলেন।

২০০৮ সালে মাহমুদুর রহমান ‘আমার দেশ পাবলিকেশন্স লিমিটেড’ ক্রয় করেন এবং তৎকালীন প্রকাশক আলহাজ হাসমত আলী মালিকানা তার হাতে হস্তান্তর করেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের নির্দেশে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সেই সময় থেকে ডিক্লারেশন প্রদান স্থগিত রাখে। ফলে মাহমুদুর রহমান ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজকের ডিক্লারেশন পাওয়ার পর থেকে মাহমুদুর রহমান ‘আমার দেশ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করবেন।
তবে, পত্রিকার প্রেস এখনও পুলিশের হেফাজতে রয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এটি মুক্তি পাবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান জানান, প্রেস বুঝে পেলেই সংস্কার কাজ শেষ করে, অফিস প্রস্তুত করে পত্রিকাটি দ্রুত পুনরায় চালু করা হবে।

‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের জন্য সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে