বাড়ি কমিউনিটি ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে কর্মশালা (ওয়ার্কশপ) সম্পন্ন

ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে কর্মশালা (ওয়ার্কশপ) সম্পন্ন

12
0

লন্ডন: বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থার উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবে টাওয়ার হ্যামলেটের বাসিন্দাদের জন্য চ্যারিটি ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালার (ওয়ার্কশপ) আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের আর্থিক সহযোগিতায় এই ওয়ার্কশপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন ও চীপ এক্সিকিউটিভ উদীয়মান সাংবাদিক আ স ম মাসুম।

চ্যারেটি বিশেষজ্ঞ শোয়েব আহমেদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহিত উদ্দিন যৌথভাবে এই কর্মশালাটি পরিচালনা করেন, যেখানে অংশগ্রহণকারীরা কমিউনিটির সেবা প্রদানের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ইস্টহ্যান্ডসের চেয়ার নবাব উদ্দিন, ট্রাস্টি বাবলু হক, সিইও আ স ম মাসুম, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও সমন্বয়কারী, যারা টাওয়ার হ্যামলেটস সম্প্রদায়কে সেবা প্রদানে তাদের দক্ষতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবীসহ বিবিন্ন পেশায় নিয়জিত কমিউনিটির ৩০ জনেরও বেশি মানুষ উক্ত কর্মশালায় অংশ গ্রহণের মাধ্যমে সফল ও অর্থবহ করেছেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্টাফ, ট্রাস্টি, স্বেচ্ছাসেবক এবং কমিটির সদস্যদের এমন দক্ষতা প্রদান করা, যা তাদের পরিচালিত সংগঠন ও প্রতিষ্ঠান উন্নতিতে সহায়ক হবে এবং চ্যারিটি কমিশনের নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ ও সকল প্রকার সংস্কারের বিষয়টিকে নতুন ভাবে সম্পন্ন হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে পরিচালিত এবং স্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির সংস্থার উদ্যোগে অনেক গুলো কর্মশালার আয়োজন করা হবে, সেই ধারাবাহিকতার একটি অংশ, যা সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে পূর্ব লন্ডনের দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে কাজ করে। ইস্টহ্যান্ডস তার টিমের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাসিন্দাদের জন্য পরিসেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং নিশ্চিত করছে যে সম্প্রদায় আরও ভালোভাবে প্রয়োজনীয় সম্পদগুলোর সাথে সংযুক্ত থাকবে।

সক্ষমতা উন্নয়ন কর্মশালার লক্ষ্যসমূহ:

  • কমিউনিটির সাথে যুক্ত থাকার জন্য দক্ষতা উন্নয়ন: স্টাফ, স্বেচ্ছাসেবক এবং ট্রাস্টিদেরকে এমন সরঞ্জাম প্রদান করা, যা তাদের সম্প্রদায়ের সাথে কার্যকরভাবে যুক্ত হতে এবং স্থানীয় চাহিদাগুলো মোকাবিলা করতে সক্ষম করবে।
  • উন্নত সমর্থন পরিষেবা: টিমের দক্ষতাকে শক্তিশালী করে বাসিন্দাদের সম্পূর্ণ সমর্থন প্রদানের জন্য প্রয়োজনীয় সম্পদগুলোর সাথে সংযোগ করানো।
  • প্রকল্প পরিচালনা ও তহবিল সংগ্রহ: প্রকল্প পরিচালনা, তহবিল সংগ্রহ, প্রস্তাব লেখা এবং ফলাফল মনিটরিংয়ের ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, যাতে পরিষেবার কার্যকারিতা ও প্রভাব বৃদ্ধি পায়।

কর্মশালার শেষে, অংশগ্রহণকারীদের উৎসাহ ও প্রতিশ্রুতির স্বীকৃতি স্বরূপ প্রত্যেককে সনদ প্রদান করা হয়। ইস্টহ্যান্ডসের চেয়ার নবাব উদ্দিন কর্মশালার মূল বক্তব্যে বলেন, “এই কর্মশালা আমাদের কমিউনিটিকে ক্ষমতায়িত করার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের টিমের উন্নয়নে বিনিয়োগ করে নিশ্চিত করছি যে আমরা পূর্ব লন্ডনের সবচেয়ে দুর্বল বাসিন্দাদের প্রয়োজন মেটাতে আরও সক্ষম হচ্ছি। একসঙ্গে, আমরা একটি শক্তিশালী এবং আরও সহনশীল সম্প্রদায় গড়ে তুলছি।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সমন্বয়কারী রুমানা আফরোজ রাখি, ফুটবল সমন্বয়কারী আহমদ চৌধুরী বাবু, স্বেচ্ছাসেবক সালেহ আহমেদ, আলাউর রহমান খান শাহিন, অ্যাম্বাসেডর পলি রহমান, সাংবাদিক রাহমত আলী, রেজাউল করিম মৃধা, খালেদ মাসুম রনি, জাকির হুসাইন কয়েস, খসরুজ্জাম খসরু, আনোয়ারুল ইসলাম অভি, ওয়ালিদ বিন খালেদ, কিনু মিয়া, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অলিউর মজুমদার, শাহিন মিয়া, আজিজুল আম্বিয়া, রিয়াজ উদ্দিন, জয়নাল আবেদীন জয়, ইকতেয়ার মিয়া এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একসঙ্গে আমরা একটি শক্তিশালী সম্প্রদায় গড়তে পারি, ইস্টহ্যান্ডস চ্যারেটি সংস্থা পক্ষে সকলকে আমন্ত্রণ জানায় তাদের মিশনে অংশগ্রহণ করতে, যাতে জ্ঞান, দক্ষতা ও সহানুভূতির মাধ্যমে আমরা আমাদের সম্প্রদায়কে আরও সক্ষম ও সহনশীল করে তুলতে পারি। আসুন, একসঙ্গে আমাদের সম্প্রদায়কে ক্ষমতায়িত করি এবং স্থায়ী পরিবর্তন তৈরি করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে