১লা নভেম্বর  লন্ডন : গোলাপগঞ্জ উপজেলার অন্যতম কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করেছে আগামী ১লা ডিসেম্বর  (রবিবার) ২০২৪ পোপলার স্পোর্টস সেন্টারে (Address: poplar baths leisure centre and gym
170E Indian doc road , London, E140Ed)। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এ টুর্ণামেন্ট চলবে। সকাল সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৪টা থেকে ফাইনাল ম্যাচ এবং সাড়ে চার টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট  সফল করার লক্ষ্যে গত শুক্রবার  (১লা নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রথম প্রস্তুতি সভ অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক মো: দিলওয়ার হোসেন এর সভাপতিত্বে। শুরুতে বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোগতা সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।  এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সেক্রেটারি মাসুদ জোয়ার্দার, টুর্নামেন্টের উদ্যোগতার মধ্যে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, এস জুনেদ আহমেদ, মোহাম্মদ ফয়সল ইসলাম, শামসুল হক রুবেল, মোহাম্মদ মুন্না মিয়া প্রমুখ।

এবারের টুর্নামেন্টে এক গ্রুপে খেলা হবে CATEGORY: C*&C or B&D/D* এন্ট্রি ফী £60 প্রতি টিম। বিজয়ীদের ১ম পুরস্কার নগদ  অর্থ £300+ ট্রফি, রানার্স আপ: £ 200+ ট্রফি ৩ য় স্থান: £100+ ট্রফি, ৪র্থ স্থান: £50 + ট্রফি।

আগ্রহীদের নিম্নের নাম্বারে যোগাযোগ করে খেলায় অংশ গ্রহণ করার জন্য গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র পক্ষ অনুরোধ করা হচ্ছে।
Ribu: 07778 148490
Riyad: 07414 761321
Juned : 07727 265947
Shuhel : 07946 703671
অতীতের মতো ভবিষতেও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সকল কার্যক্রমে সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রাখার আহবান জানালেন সংগঠনের চেয়ারম্যান ও ট্রাস্টি মো: দিলওয়ার হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে