Site icon ইউরোবাংলা

বিশিষ্ট কবি ও লেখক নাজমুল ইসলাম মকবুল স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে স্মরণ সভা ও দোয়ার মাহফিল

বিশিষ্ট কবি ,লেখক ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল স্মরণে গত ২৬ নভেম্বর মঙ্গলবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ।
সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া ,সাংবাদিক জাকির হোসেন কয়েছ ,মাওলানা সিরাজুল ইসলাম ,সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ,কমিউনিটি নেতা এম এ রব ,আলহাজ্ব নুর বক্স ,মাওলানা নুরুল হক প্রমুখ
সভায় বক্তারা -মরহুম নাজমুল ইসলাম মকবুলের রুহের মাগফিরাত কামনা করেন ।বক্তারা বলেন -নাজমুল ইসলাম মকবুল ছিলেন ,একজন লেখক ,সাংবাদিক ,কবি ও চ্যারিটি ওয়ারকার ।সমাজের কল্যানে তিনি যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে ।
সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম ।

Exit mobile version