গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সফলতার সহিত সম্পন্ন হয়েছে। ১লা ডিসেম্বর রোববার পূর্ব লন্ডনের পপলার লেজার সেন্টারে দুপুর ১২ ঘটিকায় উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেন। তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পরিচালনায় ২৭ দলের অংশগ্রহণে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মিছবাহ মাসুম, UBA এর সিইও হারুন রাজা, হোয়াইটচ্যাপল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি সুয়েজ মিয়া প্রমুখ। সন্ধা ৮ ঘটিকায় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ব্রিটিশ বাঙালিদের অহংকার, পপলার লাইমহাউজ থেকে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট আফসানা বেগম এমপি।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আফসানা বেগম এমপি গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। তাই এরকম আয়োজন ধারাবাহিক করার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লীড মেম্বার অফ কালচার এন্ড স্পোর্টস কামরুল হাসান মুন্না, কাউন্সিলর হারুন মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, সাবেক কাউন্সিলর তারেক খান, শাহ সোহেল আমিন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সুয়েজ মিয়া, আব্দুল কাদির মুরাদ, সংগঠনের উপদেষ্টা ফারুক আলী, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম, আব্দুস শুকুর, নজরুল ইসলাম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার, সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিবু আহমেদ, জুনেদ আহমেদ, ফয়সল আহমেদ, রুবেল, মুন্না সহ শত শত ব্যাডমিন্টন প্রেমি দর্শক। তুমুল প্রতিধ্বন্ধীতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন নাসির-খালেদ কামালী জুটি , রানার্স আপ শেখ তানভীর- সাজ্জাদ জুটি।
তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন তুহিন-জুহেল জুটি ও আল আমিন -সুহেদ জুটি। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।
খেলায় বাংলাদেশী খেলোয়াড় ছাড়াও পাকিস্থানী বংশভূত খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহণ করেন। খেলার স্পন্সর হিসাবে ছিলেন মাহি এন্ড কোং, হোম ট্রেডার্স, এস আর কন্সট্রাকশন।