আলোকসজ্জার মধ্য দিয়ে লন্ডনে শুরু হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের মৌসুম। ক্রিসমাসের আলোকসজ্জায় রঙিন সারা শহর, বিশেষ করে ওয়েস্টমিনস্টারের অক্সফোর্ড স্ট্রিট, পিকাডেলি সার্কাস এবং রিজেন্ট স্ট্রিট প্রতিবারের মতো এবার ও ক্রিসমাস উপলক্ষ্যে বর্ণিল সাজে সজ্জিত। বড়দিনকে কেন্দ্র করে বর্ণিল আলোকসজ্জায় প্রাণবন্ত হয়ে উঠেছে বৃটেনের রাজধানী লন্ডন।

লন্ডনের সবচেয়ে দর্শনীয় ক্রিসমাস লাইট দেখে আনন্দ উপভোগ করেন অক্সফোর্ড স্ট্রিট এবং রিজেন্ট স্ট্রিট। সাধারণত লন্ডনের প্রথম ক্রিসমাস লাইট অন করা হয় অক্সফোর্ড স্ট্রিট, বিশ্ব-বিখ্যাত শপিং স্ট্রিটকে আলোকিত করে এই লাইটগুলোর ঝলমলে। মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ লাইট অন করা হয় এবং ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আলো জলবে।
এ বছর ৩০০,০০০ তারকারা ঝুলছে অক্সফোর্ড স্ট্রিটের উপরে। এলইডি লাইটগুলি স্ট্যান্ডার্ড লাইটের তুলনায় ৭৫% বেশি শক্তি সাশ্রয়ী বলে মনে করা হয়। শহরের পাশাপাশি রাজধানীর শপিংমলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাঁকেনা। কেনাকাটার উৎসবের আমেজে মেতেছেন বাসিন্দারা।

অক্সফোর্ড স্ট্রিট ও রিজেন্ট স্ট্রিট ক্রিসমাস লাইটগুলি ওয়েস্ট এন্ডকে ঝকঝকে আলোকিত করেছে৷ উজ্জ্বল এই আলোর খেলা দেখতে শহরটিতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আনন্দ উৎসবে যে যার মতো বড়দিন উদযাপন করবেন। পুরোনো দুঃখ কষ্ট ভুলে বড়দিন ও নতুন বছরে আসবে সুখ ও সমৃদ্ধি এমন প্রত্যাশা সকলের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে