তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের আভ্যন্তরীণ ডাবল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী দ্বৈত এই টুর্নামেন্ট (গত ২৩ ডিসেম্বর) সোমবার পূর্ব লন্ডনের মাইলান্ড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। দুই গ্রুপের ফাইনাল খেলায় চান ও রুবেল জুটি, জুনেদ ও ক্যারল জুটিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে ক্লাবের সদস্যদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়, সেখানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের উপদেষ্টা সাবেক কাউন্সিলর আবদুল আসাদ, ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, সলিসিটর বদরুল আলম চৌধুরী প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলা করা খুবই প্রয়োজন। এছাড়াও কমিউনিটির সাধারণ মানুষের শরীর চর্চা ও খেলাধুলার প্রতি মানুষদের আগ্রহ তৈরী করতে টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে শীগ্রই একটি ন্যাশনাল টুর্নামেন্টের আযোজন করা হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস জুনেদ আহমেদ, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি শাহ মুহাম্মদ মুসাদ্দিক আলী, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য মোহাম্মদ মুন্না মিয়া, ময়নুল হক জুয়েল, আকসার হোসেন, শামসুল হক রুবেল, আব্দুস সালাম, অপু, আয়নুল, মনসুর আহমেদ লিটন, রায়হান, বদরুল, মাজিদ, সালেহ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে