ভিশন কেয়ার ফাউন্ডেশন (ইউ কে) এর উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৮ ঘটিকা হইতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত, গোলাপগঞ্জ উপজেলার চন্দর পুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে অভিজ্ঞ চোখের ডাক্তার ধারা পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা হবে এবং যাদের চোখে ছানি পড়েছে অথবা চোখের মনিতে সমস্যা, তাদের কে সম্পুর্ন ফ্রিতে চোখের অপারেশন ও চোখে ল্যান্স লাগানো হবে।
মানুষের শরিলে যতগুলো অঙ্গ প্রত্যাঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, সবগুলো অঙ্গই আল্লাহ পাকের অশেষ নেয়ামত।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো মানুষের চোখ। যারা দৃষ্টিহীন, তাদের কাছে স্রষ্টার অপুর্ব সৃষ্টি পৃথিবীর সকল রুপ,রং,সৌন্দর্য, আলো বাতাস তাদের কাছে মুল্যহীন। অর্থভাবে কিংবা অবহেলায় চিকিৎসা বিহীন যাদের দৃষ্টি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সে সকল মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে একদল আলোকিত মানুষগুলো, সুদুর যুক্তরাজ্যে বসবাস করেও প্রতিবছর তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে, শত-শত মানুষের চোখের আলো ফিরিয়ে আনছেন। আল্লাহ পাক যেনো তাদের ইহকাল ও পরকালে আলোকিত জীবন দান করেন আমিন।
আর্থিক সহযোগিতায় মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, খলিলুর রহমান, তালাত সিদ্দিকী, আবু তাহের, দেলওয়ার হোসেন, ফারুক মিয়া, সুলতান হায়দার জসিম, সামসুল হক এহিয়া, সোহেল উদ্দিন ও মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রমুখ।