লন্ডনে নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ব্র্যাডি আর্টস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আর্থিক ভাবে সহযোগিতা এবং ইস্ট হ্যান্ডস ও সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচার অ্যান্ড রিক্রিয়েশন’র ক্যাবিনেট মেম্বার কামরুল হুসাইন।

আমিনা আলির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই ইস্টহ্যান্ডস চ্যারিটির পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক সাঈম চৌধুরী। বিজয় দিবস উদযাপনের সার্বিক ব্যবস্থাপনা দায়িতব ছিলেন গোপাল দাস।

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সত্য সেন স্কুলের নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, লুকমান হুসাইন, কবি শামীম আজাদ, কাউন্সিলর জুসনা ইসলাম, ড.রফিকুল হাসান খান

অনুষ্ঠানটিতে ছিল বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী জারি গান, ও আধুনিক নৃত্য পরিবেশনা, সংগীত ও কবিতা আবৃত্তি, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস সম্পর্কিত প্রাসঙ্গিক বক্তব্য ও পাঠ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে