Site icon ইউরোবাংলা

গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এই চক্ষু শিবিরটি সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এসময় পরিদর্শনে আসেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ছুনু, আব্দুস সোবহান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, কয়েছ আহমদ, জাহেদুর রহমান মৌলা, সাইফুল হক, জিল্লুর রহমান, সালমান কাদের দিপু প্রমুখ।

এ ফ্রি চক্ষু শিবিরে বুধবারীবাজার ইউনিয়নের প্রায় সাড়ে ৪০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৩৪ জনের চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।

টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, দেলওয়ার হোসেন, খলিলুর রহমান, তালাত সিদ্দিকী, আবু তাহের,, ফারুক মিয়া, সুলতান হায়দার জসিম, সামসুল হক এহিয়া, সোহেল উদ্দিন ও মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

Exit mobile version