খালেদ মাসুদ রনি:
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ইউকের নির্বাচন পরবর্তী গেট-টুগেদার সেলিব্রেশন পার্টি অনুষ্টিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার রাতে কেনটিশ টাউন রোডের বেঙ্গল ল্যান্সার রেস্তোরাঁয় নির্বাচিত চেয়ারপার্সন কাউন্সিলর সুলুক আহমেদের সৌজন্যে এ গেট-টুগেদার সেলিব্রেশন পার্টির আয়োজন করেন কমিটির সদস্য শায়েস্তা মিয়া। গেট-টুগেদার পার্টিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সোনালী অতীতের সদস্যরা অংশ গ্রহন করেন এবং অভিনন্দন জানান। গেট-টুগেদার পার্টিতে আলোচনা,গল্প-আড্ডার পাশাপাশি মজাদার খাবার পরিবেশন করা হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ও স্পিটাল ফিল্ডস এবং বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলার সুলুক আহমেদ গত ২২ তারিখ ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নতির জন্য সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন,আমি নির্বাচিত হওয়ার পূর্বেই মেন্যুফেস্টু দিয়েছি, সেই মোতাবেক সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব।বিদায়ী চেয়ারপার্সন জামাল উদ্দিনসহ উপস্থিতিতরা নবনির্বাচিত চেয়ারপার্সন কাউন্সিলর সুলুক আহমেদকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।এসময় বিদায়ী সভাপতি পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাচিত সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মিয়ার উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক এম আহমেদ, কাউন্সিলার বদরুল চৌধুরী,কোষাধ্যক্ষ
শেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মহিদ
নির্বাহী কমিটির সদস্যরা জামাল উদ্দিন,শায়েস্তা মিয়া,
শফিকুল ইসলাম, বদরুল চৌধুরী, ফওয়াদ এ খান, হাফিজুর রহমান (লাকু),সিরাজ আলী, হেলাল উজ্জামান
,আবদুস সামাদ, তোফজুল ইসলাম, এইচআর খান (হ্যারি), এ.উ. আরোজ আলী, শামীম হোসেন (শাম) প্রমূখ।
উল্লখ্য, গত ২২ ডিসেম্বর যুক্তরাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া সংগঠন সোনালী অতীতের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারপার্সন নির্বাচিত হন কাউন্সিলার সুলুক আহমেদ। নির্বাচন পরবর্তী এ গেট-টুগেদার পাঠি চলে মধ্য রাত পর্যন্ত ।সোনালী অতীত ক্লাব ইউকে যুক্তরাজ্য এবং বাংলাদেশের খেলোয়ারদের মাঝে সেতুবন্ধনের পাশাপাশি খেলার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে।