Site icon ইউরোবাংলা

টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিয়ানীবাজারে সংবর্ধিত

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যসরিস্টার সাইফুদ্দিন খালেদ এর সম্মানে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৫ জানুয়ারি রবিবার দারুস-সালাম ফাউন্ডেশনের সৌজন্যে সকাল সাড়ে ৯টায় আজাদ চৌধুরী একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্টিত হয়।
এসিএ একাডেমির প্রতিষ্টাতা আজাদ চৌধুরী এমবিই এর সভাপতিত্ব ও মাস্টার আব্দুল হানিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর আনারবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

বক্তব্য রাখেন মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খাঁন হিনু, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, জাতীয় তরুণ সংঘ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাসেম, আব্দুল মুনিম লিলু, মাওলানা মাহতাবুর রহমান খাঁ, জুবায়ের আহমদ, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করনে মোয়াজ এম আবেদীন।

সভায় সংবর্ধিত অতিথি ও অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version