দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন
দারুল উলুম ফাউন্ডেশনের ফাউন্ডার ও ট্রাস্টি,
মাওলানা নাজির আহমেদ, এসময় আরো উপস্থিত ছিলেন দারুল উলুম ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, হাফিজ মাওলানা ইলিয়াস ও আনর উদ্দিন শাহজাহান।

লিখিত বক্তব্যে মাওলানা নাজির আহমেদ বলেন ইস্ট লন্ডনের স্টেপনি গ্রীন স্টেশনের বিপরীতে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে গার্লস ইসলামিক স্কুল এবং মসজিদ পরিচালনার জন্যও একটি মাল্টিপারপোস বিল্ডিং ক্রয়ের উদ্যোগ নিয়েছে দারুল উলুম ফাউন্ডেশন। দারুল উলুম ফাউন্ডেশনের প্রজেক্ট‌‌‌— দারুল খিদমাহ সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে এর কার্যক্রম। পুরো প্রপার্টি ক্রয় করতে জরুরি ভিত্তিতে ১.৯ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। আগামী দুইমাসের মধ্যে এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে আমরা টাওয়ার হ্যামলেটস সহ পুরো কমিউনিটির উদার সাহায্য কামনা করছি।

প্রায় ১০,০০০ স্কয়ারফুট আয়তনের বিল্ডিংটি স্থানীয়ভাবে ‘দি রোসালিন্ড গ্রীন হল’ নামে পরিচিত। এর আগে বিল্ডিংটি, চার্চ এবং সিনাগগ হিসাবে ব্যবহৃত হয়েছে। বাঙালি অধ্যুষিত এলাকায় টাওয়ার হ্যামলেটসের স্থানীয় বাসিন্দাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং কোয়ালিফাইড শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে মেইনস্ট্রিম ইসলামিক গার্লস স্কুল পরিচালনার মাধ্যমে অত্র এলাকার সার্বিক আবহে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো ১.৯ মিলিয়ন মিলিয়ন ফান্ডরেইজিং সফল করতে কমিউনিটির সহযোগিতায় আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আজকের প্রেস কনফারেন্স এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়াও নানাবিধ উদ্যোগের পাশাপাশি নিচের উদ্যোগের মাধ্যমে পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা বিনীতভাবে কামনা করছি।

১. লাইভ টিভি কমিউনিটি ইভেন্ট
আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার, চ্যানেল এস স্টুডিওতে, বিভিন্ন পেশায় নিয়োজিত কমিউনিটির গুরুত্বপূর্ণ অতিথিদের অংশগ্রহণে লাইভ কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল দর্শক এবং কমিউনিটির সামনে আমাদের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি দারুল খিদমাহ সেন্টারের ফান্ডরেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, দিকনির্দেশনা এবং সহযোগিতা পাব।

২. ফান্ডরেইজিং ডিনার
আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার, ইস্ট লন্ডনের ইম্প্রেশনস ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত হবে আমাদের প্রথম পাবলিক ফান্ডরেইজিং ডিনার। প্রত্যাশিত ৫ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আমরা দারুল খিদমাহ সেন্টারের কার্যক্রম এবং কমিউনিটিতে এর আগামী ভূমিকা প্রদর্শণের পাশাপাশি ফান্ডরেইজিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এতে উপস্থিত থাকবেন কমিউনিটির গণমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত আলেম ওলামাবৃন্দ।

৩. লাইভ টিভি চ্যারিটি আপীল
আগামী ১ম রামাদানে, দারুল খিদমাহ সেন্টারের ফান্ডরেইজিংয়ের জন্য প্রথম চ্যারিটি আপীল, চ্যানেল এস টেলিভিশনে অনুষ্ঠিত হবে। আপনাদের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস সহ সারা ব্রিটেনের দানশীল ভাইবোনদের, ১ম রামাদানে আমাদের চ্যারিটি আপীল অনুষ্ঠান দেখার এবং উদারহস্তে ডোনেশনের বিনীত অনুরোধ জানাই।

আজ থেকে প্রায় ১৫ বছর আগে আর্তমানবতার সেবা ও দ্বীনি খেদমতের উদ্দেশ্যে জন্ম হয় দারুল উলুম ফাউন্ডেশন। ইতিমধ্যেই ব্রিটেনে এবং বাংলাদেশের কমিউনিটি, শুভানুধ্যায়ী, সমর্থকদের সর্বাত্মক সহযোগিতায় আমরা নানাবিধ মানবিক কার্যক্রম সম্পন্ন করেছি। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে টিউবওয়েল, ফ্লাড ভিক্টিম সাপোর্ট, গরীব ও অসহায়দের জন্য বাড়ি নির্মাণ, শীতে কম্বল বিতরণ করাসহ বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ প্রকল্প সফলতার সাথে সম্পন্ন হয়েছে। রোহিঙ্গ্যা শরণার্থী সঙ্কটের শুরুতে আমরা আপনাদের দান ও ত্রাণসামগ্রী সরাসরি ভুক্তভুগী মানুষের হাতে তুলে দেই। আপনাদেরই দানে বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার দশঘরে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনী মাদ্রাসা ও এতিমখানা। প্রায় ৫০০ গরীব ও এতিম শিক্ষার্থী এ মাদ্রাসায় পড়াশোনা করেন। এছাড়াও এতিম ও গরীবদের জন্য আছে বিনামূল্যে থাকা-খাওয়াসহ চিকিৎসা সেবা। ব্রিটেনে ফুডব্যাংক সহ করোনা ভাইরাস সংকটে কমিউনিটির সবচেয়ে বিপদগ্রস্তদের পাশে ছিল দারুল উলুম ফাউন্ডেশন।

আপনাদের মাধ্যমে কমিউনিটির সর্বস্তরের ভাইবোনদের জানাতে চাই‌‌‌— আপনাদের মহানুভবতায় আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। দারুল উলুম ফাউন্ডেশনে আপনাদের অব্যাহত সহযোগিতা, আমাদের দারুল খিদমাহ সেন্টার ক্রয় করতে উদ্যোগী করেছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের সহযোগিতায় পরিত্যক্ত এ চার্চকে আল্লাহর ঘর হিসাবে প্রতিষ্ঠা করার দ্বীনি যাত্রায় আপনাদের বিনীত সহযোগিতা কামনা করছি। এ ভবন প্রতিষ্ঠার মাধ্যমে, প্রতিদিনের ইবাদতের পাশাপাশি বোনদের জন্য ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করে, আসুন সুশিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে