আগামী ১৬ই ফেব্রুয়ারী রবিবার বিকাল ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত লণ্ডন মুসলিম সেন্টারে হজ্জ ও ওমরাহ সম্পর্কে এক বিশাল এক্সিবিশন অনুষ্ঠিত হবে। বুধবার ১২ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপক ফারহান মাসুদ খানের পরিচালনায় বিভিন্ন সংস্থার প্রতিনিধি বক্তব্য রাখেন ।


চ্যানেল এস এর সহযোগিতায় এবং বিভিন্ন হজ্জ ও ওমরাহ এজেন্সীর উদ্যেগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।প্রদর্শনীতে যোগ দিয়ে হজ্জ ও ওমরাহের নিয়ম কানুন জানা ও বিভিন্ন এজেন্সীর স্টল থেকে সঠিক প্যাকেজ নেওয়ার সুযোগ থাকবে।

অনুস্টানে আরো বক্তব্য রাখেন চ্যানেল এস এর প্রোগ্রাম প্রডিউসার আব্দুল আহাদ, মাওলানা শাব্বির আহমদ, শায়খ খিদির হুসাইন, খসরু জামান খসরু, ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া, আশিকুর রহমান, ব্যারিস্টার নাজির আহমেদ, নাসির আহমদ শাহীন, কে এম আবু তাহের চৌধুরী, জাহিন আহমেদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শাহ মুনিমসহ আরও অনেক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে