Site icon ইউরোবাংলা

শরীয়তপুর জেলা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠিত

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, শরীয়তপুর জেলা শাখা।

বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই ক্যাটাগরিতে মোট ২০৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা হারুনুর রশিদ রাফি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক সহকারী সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান তাসনিম বিল্লাহ, মাদারীপুর জেলা চেয়ারম্যান রিফাত হোসাইন

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, ডা. রফিকুল ইসলাম মামুন, মোঃ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট দেওয়ান ছিদ্দিক আহম্মদ, অ্যাডভোকেট রাশেদ খান, ড. আমিনুল ইসলাম, কাহেদ নজরুল ইসলাম, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

Exit mobile version