লন্ডনের জনপ্রিয় চ্যারেটি সংস্থা ইস্টহ্যান্ডস চ্যারিটি কিংস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি, সোমবার (৩ মার্চ ) পূর্ব লন্ডনের অফিসে পরিদর্শন করেছেন কিংস অ্যাওয়ার্ডের ডেপুটি লেফটেন্যান্ট, তিনি ইস্টহ্যান্ডস চ্যারিটি সংস্থার সকল প্রকার কাগজ পত্র খুটিনাটি দেখে ভূয়সী প্রসংশা করেন। পরিদর্শনের সময়, ইস্টহ্যান্ডস চ্যারিটির সকল ট্রাস্টি/পরামর্শদাতা, স্বেচ্ছাসেবক এবং পরিষেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং তাদের ব্যক্তিগত জরুরি কাগজপত্রের চেক করেন গুরুত্বের সঙ্গে। বিশেষ করে ডিবিএস সার্টিফিকেট, সুরক্ষা সার্টিফিকেট, স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রাথমিক চিকিৎসা সার্টিফিকেট সহ অন্যান্য প্রাসঙ্গিক সার্টিফিকেট সঠিক ভাবে সম্পন হয়েছে কি না তা যাচাই-বাছাই করে দেখেন।
ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন
বলেন এটি ইস্ট হ্যান্ড চ্যারেটি প্রতিষ্ঠানের জন্য একটা বড় অর্জন। ইতিমধ্যে চ্যারেটি কাজের পাশাপাশি অনেক সামাজিক কাজ করে কমিউনিটিতে যথেষ্ট সুনাম অর্জন করেছে। টাওয়ার হ্যামলেটেস সহ অন্যান্য বারার বাসিন্দাদের জন্য চ্যারিটি ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালার (ওয়ার্কশপ) সহ ভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশগত স্থায়িত্ব• শারীরিক সুস্থতা• সম্প্রদায় উন্নয়ন ও সংহতি• যুব উন্নয়ন• নারীর ক্ষমতায়ন ইত্যাদি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইস্টহ্যান্ডস চ্যারিটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমাদের প্রতিষ্ঠার পর থেকে, ইস্টহ্যান্ডস চ্যারিটি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের অব্যাহত সহায়তায়, আমরা প্রতিদিন প্রসারিত হতে থাকি। ইস্টহ্যান্ডস চ্যারিটি যুক্তরাজ্যে দাতব্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্বীকৃতি – মর্যাদাপূর্ণ কিংস অ্যাওয়ার্ড ফর ভলান্টারি সার্ভিসের জন্য মনোনীত হয়েছে, তা চ্যারেটি সংস্থার জন্য বিশাল অর্জন। ইতিমধ্যে সবার সমর্থকদের নিষ্ঠার মাধ্যমে, আমরা আমাদের কাজের জন্য বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছি; মহামান্য রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে প্রশংসাপত্র – রাণীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গরম খাবার বিতরণে আমাদের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সংস্থার ছিইও এএসএম মাসুম বিশেষ সম্মাননা পেয়েছেন, বর্ষসেরা মহিলা স্বেচ্ছাসেবক পুরস্কার – টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক রুমানা আফরোজ রাখিকে তার অসাধারণ সেবার জন্য ভূষিত করা হয়েছে, টাওয়ার হ্যামলেটসে সেরা ক্ষুদ্র দাতব্য প্রতিষ্ঠানের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত – আমাদের প্রভাবশালী সম্প্রদায় উদ্যোগের প্রমাণ।
এছাড়াও, আমরা বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্রিয়ভাবে সহায়তা করছি এবং তাদের আরও ভাল সুযোগ প্রদানের জন্য একটি উদ্দেশ্য-নির্মিত শিক্ষা ও বিনোদন কেন্দ্র তৈরি করতে চাই। যদিও আমরা উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছি, আমাদের দৃষ্টিভঙ্গির দিকে আমাদের যাত্রা এখনও শেষ হয়নি। আপনার অব্যাহত সহায়তায়, আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারব।