লন্ডনঃ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর উদ্যোগে গত মঙ্গলবার, ১০মার্চ ২০২৫ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এফআরআই এর সভাপতি মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ ও ইউকে মূখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রধান আলোচক ছিলেন ছিলেন আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, বিশেষ অতিথি ছিলেন জাষ্টিস ফর ভিকটিম সভাপতি মো : জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম পারভেজ,
ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল সহ সভাপতি আবুল মনসুর,মোহাম্মদ তফোর আহমদ ।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সাধারণ সম্পাদক মাজহারুল হাসান রাকীব, মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কয়ছর রশিদ, সহ আইটি বিষয়ক সম্পাদক সাবের আহমদ নির্বাহী সম্পাদক মোঃ জামাল উদ্দিন আহমদ ,ডাঃ মোহাম্মদ শাহজালাল চৌধুরী, মোহাম্মদ রেজাউল আলম, আতিকুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস হলো তাকওয়া অর্জন ও সংযম সাধনার মাস।এই মাসে কোরআন নাযিল হয়েছে। তাই কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনার কথা ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন আগামীতে যদি কোন সরকার ফ্যাসিবাদী মনোভাব পোষণ করে তাদের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে ফাইট ফর রাইটস তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। পরিশেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও দোয়ার মাধ্যমে মাহফিল ও আলোচনা সভা সমাপ্ত হয়।