Site icon ইউরোবাংলা

ইক্বরা ইন্টারন্যাশনালের চ‍্যারিটি ইফতার ২০২৫ অনুষ্ঠিত

লন্ডন, ১৬ মার্চ। লন্ডনের এক অভিজাত রেস্তোরায় আন্তর্জাতিক চ‍্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের চ‍্যারিটি ইফতার ২০২৫ অনুষ্ঠিত হয়। ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় চ‍্যারিটির কার্যক্রম তুলে ধরেন ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান শামীম। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভিওয়ানের পরিচালক শাইখ আব্দুর রহমান মাদানী, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ওয়ায়েজ শাইখ মুস্তাফিজ রাহমানী, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী।

ইফতার মাহফিলে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আব্দুল মুমিন জাহেদী ক‍্যারল, পরিবেশ বিজ্ঞানী ড. কামরুল হাসান, টিভি উপস্থাপক জয়নাল আবেদীন, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামান, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, এডভোকেট নজমুল ইসলাম, সাংবাদিক সাদেক আহমদ, ব‍্যারিস্টার জোনায়েদ আদিল, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হেলাল উদ্দিন, সমাজসেবক মাহবুবুর রহমান শামীম, ইক্বরা ইন্টারন্যাশনালের ট্রেজারার মিসেস রোকিয়া খাতুন, সাংবাদিক আসাদুজ্জামান শুভ, আইনজীবী মিসবাহ রহমান, সমাজকর্মী এম কামালী, সাংবাদিক রেজাউল করিম মৃধা প্রমূখ।

ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, হাঁটি হাঁটি পা পা করে ইক্বরা ইন্টারন্যাশনাল ২৯টি বছর পার করেছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আর্ত-মানবতার সেবায় ইক্বরা ইন্টারন্যাশনাল এগিয়ে এসেছে। আপনাদের দেয়া দান বিশ্বস্ততার সাথে সঠিক জায়গায় পৌঁছাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে ইক্বরা ইন্টারন্যাশনাল দুস্থ ও অসহায়দের সহায়তায় অনন‍্য উচ্চতায় পৌঁছতে পারবে বলে আশা রাখি ।

অনুষ্ঠানের শেষ মুহুর্তে শাইখ আব্দুর রহমান মাদানীর উদাত্ত আহ্বানে উপস্থিত অনেকে মুক্ত হস্ত দান করেছেন।

Exit mobile version