Site icon ইউরোবাংলা

আল্লামা সাঈদীর পুত্র শামীম সাঈদীকে লন্ডনে সংবর্ধনা

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদীর লন্ডন আগমন উপলক্ষে গত সোমবার ১৪ এপ্রিল ২০২৫ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে আল্লামা সাঈদী ফোরাম ইউকের উদ্যোগে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

আল্লামা সাঈদী ফোরাম ইউকে এর সভাপতি মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হেমলেটের কাউন্সিলর অহিদ আহমদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, কুদরতে ইলাহি মারুফ, পারভেজ আহমদ, মোহাম্মদ তফুর আহমদ ও মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল মনসুর। সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন আহমদ, মো: নাহিদ তালুকদার, রায়হান চৌধুরী, মো: আব্দুল আউয়াল, মো: শফিকুল আলম, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ হাফিজ লিয়াকত আহমদ।

Exit mobile version