Site icon ইউরোবাংলা

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ প্রবাসীদের ভোটের অধিকার, অবৈধ রাষ্ট্রপতি ও সেনা প্রধানকে অপসারণ এবং আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে। গত সোমবার ১৪ এপ্রিল ২০২৫ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাও মোঃ আব্দুল্লাহ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় সহ সভাপতি মুর্শেদ আহমদ খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মিনহাজ উদ্দিন খান, আলিম উদদীন, ইষ্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, ইআরআই এর সহ সভাপতি মোঃ হাসনাত আল হাবিব, জামায়াত নেতা ফয়জুর রহমান, কেন্দ্রীয় সহ সেক্রেটারী মো: তফুর আহমদ, জামাল উদ্দিন আহমদ, অলিউর রহমান, লন্ডন মহানগর শাখার ইভেন্ট মেনেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, সহপ্রচার সম্পাদক মোঃ ছাবিদ মিয়া, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ কামরুল ইসলাম, মাও নিজাম উদ্দীন, আব্দুল লতিফ ও মোঃ হুসেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম শিপার বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে আওয়ামীলীগের দোসররা, তাদেরকে অপসারন করে এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে ২০২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হবে। এজন্য দ্রুত সংস্কার করে একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে সংস্কারের নামে বসে থাকলে হবেনা, অচিরেই শেখ হাসিনার বিচার ও আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামীতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জালাল উদ্দিন, আমিরুল মোমিন রেজা, মো: সিরাতুল ইসলাম আবির, আদিল আহমেদ ও মোঃ শাহ জাহান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি রফিক আহমদ, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: ফজল আহমদ, মানবাধিকার নেত্রী সুমেনা বেগম, ফাতেমা আক্তার নাইমা, মানবাধিকার কর্মী মোঃ শাহাব উদ্দিন, মো:নাহিদ তালুকদার, সাজিদুর রাহমান সোহান, নজরুল ইসলাম,কামরুল ইসলাম, মো অহিদুল ইসলাম, মো: ইয়ামিম আহমদ, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খান, নাসির হুসাইন অপু, জাহিদ আহমদ, আব্দুন নুর, এম আশরাফ উদ্দীন, দেলওয়ার হোসেন, মোহাম্মদ মাজেদ হোসেন, জুনেদ আহমদ, মো শাহজালাল চৌধুরী, আবু তাহের জাকওয়ান, মোঃ সাবাজ মিয়া, মকসুদ ইবনে ওয়াহিদ কয়েছ, আল আমিন মিয়া, ফয়জুল হক, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ফারিয়া আক্তার সুমি, শাহাব উদদীন, আলম আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল কাদের জিলানী, ইষ্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু প্রমুখ।

Exit mobile version