গত ১৮ এপ্রিল ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টার ৩৭সি প্রিন্সলেট স্ট্রীটে দর্পণ বুক ক্লাব লন্ডন এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দর্পণ বুক ক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত আনসার আহমেদ উল্লাহ, বর্ণবাদ আন্দোলনের নেতা মোঃ আব্দুল মুকিত, তৌহিদুল করিম মুজাহিদ, হাসনাথ চৌধুরী, কমিউনিটি নেতা আবুল হোসেন, শেখ মহিতুর রহমান, মোহাম্মদ শাহেদ রহমান, সাংবাদিক খালেদ মাসুদ রনি ও সাংবাদিক ফজলুল হক প্রমুখ।
বক্তাগন দর্পণ বুক ক্লাবের উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সাথে সাথে এ ব্যাপারে বিভিন্ন কার্যক্রম শুরু করার জন্য একটি বিশেষ সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।