Home কমিউনিটি জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লন্ডনে সমাবেশ

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লন্ডনে সমাবেশ

112
0

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সম্প্রতি ২৮ এপ্রিল ২০২৫ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি আবুল মনসুরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা উত্তরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, এফআরআই এর সহকারী অফিস সম্পাদক শাহীন আলম, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ লিয়াকত আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের সাজানো মিথ্যা মামলায় মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রাখা হয়েছে। যদি ৬ই মে তাকে মুক্তি দেয়া না হয় তাহলে প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে। তাই কাল বিলম্ব না করে আজহারুল ইসলামকে মুক্তি দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দিন খান, রেজাউল করিম রাব্বি, শাকিল আহমেদ, মোহাম্মদ মূনির, মোহাম্মদ আখলাক হোসেন, সাকিব আহমেদ, আরিফ আহমেদ, মোহাম্মদ মাহিম আহমেদ, জূবেল আহমেদ, জাকির হোসেন প্রমুখ।

পড়ুনঃ  হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভের কর্মশালা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here