ইষ্ট হ্যান্ড চ্যারিটির উদ্যোগে ‘কার্বন নি:সরন কমিয়ে আনুন, পরিবেশ রক্ষা করুন এবং সুস্হ জীবনযাপন করুন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা। বুধবার (১৪ মে).দুপুরে লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিসে সিটি ব্রিজ ফাউন্ডেশনের অর্থায়নে এই কর্মশালায় মূলত কেয়ারার ও স্হানীয় বাসিন্দারা অংশ নেন। উক্ত কর্মশালায় কীনোট স্পীকার ছিলেন জনপ্রিয় সংবাদ পাঠক ডা: জাকি রিজওয়ানা আনোয়ার। তিনি মাত্রাতিরিক্ত কার্বন নি:সরনের কারণ ও এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বাড়ীতে, কর্মক্ষেত্রে ও চলাচলের সময় প্রাত্যহিক জীবনে কীভাবে কার্বন নি:সরন কমানো যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। শুরুতে ইষ্ট হ্যান্ডের সিইও আ স ম মাসুম কর্মশালায় অংশ গ্রহণকারীদের আনুষ্ঠানিক স্বাগত জানিয়ে একটি প্রমো ভিডিও প্রদর্শন করেন। শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এই কর্মশালার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন আহাদ চৌধুরী বাবু, কিনু নিয়া ও রুমানা রাখী। ইষ্ট হ্যান্ডের চেয়ার পার্সন প্রবিণ সাংবাদিক নবাব উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেকে যদি নিজ নিজ দ্বায়িত্ব পালন করেন তাহলে আমাদের পরিবেশগত অবস্থার বিপর্যয় কমিয়ে আনা সম্ভব হবে। তিনি ভবিষ্যতে ইষ্ট হ্যান্ডের পক্ষ খেকে এ ধরনের আরো কর্মশালা আয়োজনের আশ্বাস দেন।
ইষ্ট হ্যান্ড চ্যারিটির উদ্যোগে কর্মশালা অনুস্টিত
