২৬ আষাঢ়, ১৪৩২, ১০ জুলাই, ২০২৫, ১৪ মহর্‌রম, ১৪৪৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমানবিক গবেষণা কেন্দ্র ধ্বংশ

রেহোভট, ১৫ জুন ২০২৫:
ইরান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স-এ আঘাত হেনেছে, যা ইরান-ইসরায়েল উত্তেজনায় একটি গুরুতর মাত্রা যোগ করেছে। টেল আভিভের দক্ষিণে অবস্থিত এই প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি এবং সামরিক গবেষণায় অগ্রণী ভূমিকা রাখায় দীর্ঘদিন ধরে ইসরায়েলের বৈজ্ঞানিক ও নিরাপত্তা অবকাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

১৯৩৪ সালে চেইম ওয়েইজম্যানের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট বর্তমানে ইসরায়েলের অন্যতম মর্যাদাপূর্ণ গবেষণা কেন্দ্র। এতে ২,৫০০-রও বেশি গবেষক কাজ করছেন এবং গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়। গবেষণা ও শিক্ষার পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গোপন যোগাযোগ প্রযুক্তি, বৈদ্যুতিক যুদ্ধ (ইলেকট্রনিক ওয়ারফেয়ার) এবং বিকল্প নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন সামরিক উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে থাকে।

সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালানোর পর দুই দেশের মধ্যকার সংঘাত আরও ঘনীভূত হয়েছে। এই প্রেক্ষাপটে তেহরান ওয়েইজম্যান ইনস্টিটিউটকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত নেয়—যা এই প্রতিষ্ঠানের কৌশলগত গুরুত্বকে ইঙ্গিত করে। তবে হামলার পরে ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়ে গণমাধ্যমের ওপর কঠোর সেন্সর আরোপ করেছে, যাতে সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা সামনে না আসে।

হামলায় ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা সেন্সরের কারণে স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই ঘটনায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, সে বিষয়ে প্রশ্ন উঠেছে, এবং এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আন্তর্জাতিকভাবে এই ইনস্টিটিউট বিভিন্ন দেশের সহায়তায় গবেষণা চালিয়ে যাচ্ছে, এবং এই হামলা ভবিষ্যতে বৈশ্বিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্কেও জটিলতা তৈরি করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা একে অপরকে আরও উসকে দিচ্ছে, এবং এই ধারা অব্যাহত থাকলে তা আরও ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হতে পারে। বৈশ্বিক শক্তিগুলো কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও, ওয়েইজম্যান ইনস্টিটিউটে হামলা প্রমাণ করে যে বিজ্ঞান ও সামরিক কৌশলের মেলবন্ধন এই সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে।

পড়ুনঃ  বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২ এর আনুষ্ঠানিক উদ্ভোধন

মহাবিশ্বের ‘মৃত্যুর দিন’ জানিয়ে দিলেন বিজ্ঞানীরা — পৃথিবীর জন্য সময় যেন এখন উল্টো দিকে চলছে

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যে লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত

আমরা কি ভুল মহাবিশ্বে আছি ?

জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই ইরান থেকে চার মিলিয়ন আফগানকে দ্রুত বিতাড়ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: ২০২৫ সালের প্রথম ছয় মাসে উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত