Home কমিউনিটি কাউন্সিল অফ মস্ক এর উদ্যোগে স্বাস্থ্য মেলা অনুস্টিত

কাউন্সিল অফ মস্ক এর উদ্যোগে স্বাস্থ্য মেলা অনুস্টিত

62
0

টাওয়ার হেমলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবা মূলক সংগঠন কাউন্সিল অব মস্ক
এর উদ্যোগে এবং টাওয়ার হ‍্যামলেট কাউন্সিলের সহযোগিতা কমিউনিটি মানুষের স্বাস্থ্য সম্মত জীবন যাত্রা ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্ল‍্যান্ড পেসার সম্পর্কে সচেতন করতে বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এক স্বাস্থ্য মেলাপূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইল হলে অনুষ্ঠিত হয়। এতে টাওয়ার হ‍্যামলেটের বিভিন্ন সার্ভিসের প্রায় ১২ টি স্টল অংশ নিয়ে প্রায় ৫ শতাধিক মানুষকে স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেয়। এ স্বাস্থ্য মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, ট্রেজারার সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল, সাবেক কাউন্সিলর আনসার মুস্তাকিম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ‍্যামলেট কাউন্সিলের কেবিনেট মেম্বার কাইন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মন্নান নজরুল, সাংবাদিক কে এম।আবু তাহের চৌধুরী সহ এনএইচ এস এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এই স্বাস্থ্য মেলায় বাওয়েল স্ক্রিনিং ও প্রোস্টেট , ধূমপান ছেড়ে দেওয়ার পদ্ধতি,ব্লাড প্রেসার পরীক্ষা, স্বাস্থ্য সম্মত খাবার সম্পর্কে পরামর্শ,শরীরের ওজন ব‍্যাবস্থাপনা ও ব‍্যায়াম,মানসিক স্বাস্থ্য ও পরামর্শ,বিভিন্ন বেনিফিট সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।

পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এবং ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস ২০২২ সফল ভাবে সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here