Home বিশ্ব ফিলিস্তিনিদের সহায়তার নামে অর্থ সংগ্রহ, জার্মানিতে গ্রেপ্তার হলেন আলোচিত ইনফ্লুয়েন্সার

ফিলিস্তিনিদের সহায়তার নামে অর্থ সংগ্রহ, জার্মানিতে গ্রেপ্তার হলেন আলোচিত ইনফ্লুয়েন্সার

71
0

দুসেলডর্ফ, ২ জুলাই:
ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা সংগ্রহের নামে প্রায় পাঁচ লক্ষ ইউরো আত্মসাতের অভিযোগে জার্মানিতে গ্রেপ্তার হয়েছেন এক প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ‘অ্যাব্দেলহামিদ’ নামে পরিচিত এই ব্যক্তি মানুষের সহানুভূতিকে পুঁজি করে মোটা অংকের অর্থ সংগ্রহ করেন, যা পরে নিজের বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

দানের টাকা গাড়ি ও রোলেক্স ঘড়িতে খরচ

জার্মানির দুসেলডর্ফ আদালতে শুনানিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা ও ভিডিও প্রকাশ করে অনলাইনে অর্থ সংগ্রহ করেন। কিন্তু তদন্তে দেখা গেছে, দানের টাকা দিয়ে তিনি দামি বিএমডব্লিউ গাড়ি, রোলেক্স ঘড়ি ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী কিনেছেন।

তাঁর বাসভবনে অভিযান চালিয়ে জার্মান পুলিশ নগদ অর্থ, বিলাসবহুল পণ্য এবং দামী গাড়ি জব্দ করে। জানা গেছে, তিনি  দুবাই পালানোর পরিকল্পনা করছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছে।

প্রতারণার অভিযোগ স্বীকার

আদালতে অভিযুক্ত অ্যাব্দেলহামিদ নিজেই প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন। তাঁর সহযোগীও দানের অর্থের অপব্যবহারের কথা মেনে নিয়েছেন। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি ভাতাও গ্রহণ করতেন, যা একই সঙ্গে আইন ভঙ্গের শামিল।

ধর্মীয় বক্তব্যের আড়ালে প্রতারণা

অ্যাব্দেলহামিদ বিভিন্ন সময়ে ধর্মীয় বক্তব্য ও দানের আহ্বান জানিয়ে লাখ লাখ অনুসারী সংগ্রহ করেছিলেন। তবে জার্মান নিরাপত্তা সংস্থা জানায়, তাঁর কিছু বক্তব্য চরমপন্থার ঝুঁকি সৃষ্টি করেছিল এবং এই দানের নামে পরিচালিত কার্যক্রমের আর্থিক স্বচ্ছতা ছিল না।

দাতাদের বিশ্বাসের অপমান

সরকারি কৌঁসুলি আদালতে বলেন, “এই ঘটনা শুধু অর্থ আত্মসাতের নয়, এটি দাতাদের বিশ্বাসের সঙ্গে নির্মম প্রতারণা। ফিলিস্তিনের অসহায় মানুষের নাম ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি অত্যন্ত লজ্জাজনক।”

বিচারের অপেক্ষা

আদালতে মামলার কার্যক্রম চলমান রয়েছে। প্রমাণিত হলে অভিযুক্তের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

পড়ুনঃ  যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here