মহাবিশ্বের ‘মৃত্যুর দিন’ জানিয়ে দিলেন বিজ্ঞানীরা — পৃথিবীর জন্য সময় যেন এখন উল্টো দিকে চলছে
Trending
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছে ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’। শুক্রবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ।
“দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি” শীর্ষক এই সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, “নির্বাচনের আর বেশি সময় নেই। তাই দ্রুততার সঙ্গে প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুত ও ভোটাধিকার বাস্তবায়নের দৃশ্যমান কর্মতৎপরতা চাই।” তিনি অভিযোগ করেন, বিগত পাঁচ দশকে কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আন্তরিকতা দেখায়নি। অথচ দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক, যারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মুজাক্কির হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
ব্যারিস্টার নাজির আহমদ তার লিখিত বক্তব্যে বলেন, “প্রবাসীরা স্বাধীনতা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বরাবরই সাহসী ভূমিকা রেখেছে। আজ দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা তাদের ন্যায্য অধিকার। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, অতীতের কোনো রাজনৈতিক সরকার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি, শুধু আশ্বাস দিয়ে সময় পার করেছে। বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে। নির্বাচন কমিশনের সদিচ্ছা ও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে এটি সম্ভব।”
তিনি জানান, সম্প্রতি প্রবাসীদের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুসও বিষয়টি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।
১. আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
২. নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা অবিলম্বে শুরু করতে হবে।
৩. প্রবাসীদের ভোটার তালিকা দ্রুত প্রস্তুত করতে হবে এবং ভোটার হতে প্রমাণপত্র সহজ করা উচিত।
৪. প্রবাসী স্টেকহোল্ডারদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে হবে।
৫. যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষে ব্যারিস্টার নাজির আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
সংগঠনটি সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, “এটাই সময়, আর দেরি করা চলবে না।”