Home বাংলাদেশ মিডফোর্ডের সামনে লাল চাঁদকে প্রকাশ্যে বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত...

মিডফোর্ডের সামনে লাল চাঁদকে প্রকাশ্যে বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS)

58
0

ঢাকা, ৯ জুলাই ২০২৫ — পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী মোঃ সোহাগ ওরফে লাল চাঁদকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS)

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যেভাবে জনসম্মুখে, দিনের আলোয়, শত শত মানুষের সামনে লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে—তা আমাদের মানবাধিকার, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার ওপর এক ভয়াবহ প্রশ্নচিহ্ন তৈরি করেছে।”

ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে একাধিকবার আঘাত করে লাল চাঁদকে হত্যা করে, কিন্তু আশপাশে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক কোনো হস্তক্ষেপ করেননি। এমন একটি ঘটনা দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে HRSS।

তাদের দাবি, “এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা-কর্মীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যা আরও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীগুলোর দণ্ডমুক্তির অপসংস্কৃতি যে কীভাবে নিরীহ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা এই ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে উঠেছে।”

সংগঠনটি আরও বলেছে, “এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন নয়, বরং এটি দেশের চলমান বিচারহীনতা ও রাজনৈতিক দখলদারিত্বেরই প্রতিফলন। বিচার না হলে দেশের নাগরিকদের নিরাপত্তা ও সরকারের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

HRSS ছয় দফা দাবি জানিয়েছে:
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার করতে হবে।
২. ঘটনার সঙ্গে জড়িত সবাইকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩. ঘটনাস্থলে পুলিশের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
৪. নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. নিহত লাল চাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পড়ুনঃ  রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দের ঢাকা ত্যাগ

সংগঠনটি নিহত লাল চাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে তারা দ্রুত ন্যায়বিচার পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here